267749

অসুস্থ অমিতাভ-অভিষেক, শুটিং নিয়ে সংশয়

কয়েকদিন আগেই করোনায় আক্রান্ত হন অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন। মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে তাদের অবস্থা আপাতত স্থিতিশীল। কিন্তু তাদের অসুস্থতার কারণে প্রশ্ন উঠছে, আগামী প্রজেক্টের কাজ নিয়ে।
অভিষেকের হাতে রয়েছে ‘দ্য বিগ বুল’ ও ‘বব বিশ্বাস’ ছবির শুটিং। জুলাই মাসের শেষ বা অগস্টের প্রথম দিকেই ‘দ্য বিগ বুল’-এর বাকি শুট শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এখন শুটিং শুরুর দিন পিছিয়ে দেয়া ছাড়া উপায় নেই।

ছবির প্রযোজক আনন্দ পালিত ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন- সুস্থতা আগে,তাই শুটিং পিছাবে। তবে মুক্তির দিন যেমন অক্টোবরে ছিল, তেমনই থাকবে। তার জন্য পোস্ট-প্রোডাকশনের কাজে গতি আনা হবে।

অন্যদিকে ‘বব বিশ্বাস’ ছবির শুটিং করতে অভিষেকের কলকাতায় আসার কথা ছিল অগস্ট মাসে। কিন্তু কলকাতার অনেক জায়গা কনটেনমেন্ট জোনের আওতায়। সুতরাং যেখানে শুটিং হওয়ার কথা ছিল, সেসব জায়গা এখন পাওয়া যাবে কি না তা নিশ্চিত নয়। তাই ‘বব বিশ্বাস’-এর শুটিং শুরু হবে বর্ষার পরে।

অমিতাভ বচ্চনের হাতে ছবির কাজ না থাকলেও ‘কউন বনেগা ক্রোড়পতি’র সিজন ১২-এর শুট শুরু করার কথা ছিল। কিন্তু মহারাষ্ট্র সরকারের ঘোষণা অনুযায়ী, ৬৫ বছরের বেশি বয়স হলে, তারা এখনই শুট করতে পারবেন না। ফলে ‘কেবিসি ১২’-এ অমিতাভের বদলে অন্য কেউ শো হোস্ট করবেন কি না, তা নিয়েও চলছিল জল্পনা।

অমিতাভকে ছাড়া ‘কেবিসি’ তারা কল্পনাও করতে পারে না। তাই অমিতাভের সুস্থ হয়ে ওঠা পর্যন্ত অপেক্ষা করা হবে। আপাতত অমিতাভকে রিপ্লেস করার কোনো পরিকল্পনা নেই। অমিতাভ সুস্থ হয়ে উঠলে সেপ্টেম্বর থেকে ‘কেবিসি’-র দ্বাদশ সিজনেরর শুট শুরু হতে পারে।

পাঠকের মতামত

Comments are closed.