267718

হৃদরোগ সারাবে ব্যাকটেরিয়া, বলছে গবেষণা

অনিয়মিত জীবনযাপন, দুশ্চিন্তা, ভেজাল ও অস্বাস্থ্যকর খাবার ইদানিং বাড়িয়ে দিচ্ছে হৃদরোগ। প্রায় সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে হৃদরোগ। যা বাড়িয়ে দিচ্ছে মৃত্যুর ঝুঁকি।
হৃদরোগ থেকে মুক্তি পেতে নানা ওষুধ পথ্য খেয়ে যাচ্ছেন মাঞ্ছেন বিভিন্ন বিধিনিষেধ। তারপরও কমানো যাচ্ছে না এর ঝুঁকি। তবে এবার এক সমীক্ষা বলছে যাদের হৃদরোগ আছে তাদের সুস্থ করবে ব্যাকটেরিয়া।

নতুন এই গবেষণায় দেখা গিয়েছে শরীরের মধ্যে রয়েছে এমন কিছু ব্যকটেরিয়া যা আপনার হৃদরোগ সারাতে সাহায়্য করে। অন্ত্রের মধ্যে যে রাসায়নিক পদার্থ তৈরি হয়, তা ধমনীর পথকে বদ্ধ করে। সেই রাসায়নিক পদার্থকে কমাতে সহায়তা করে এই ব্যাকটেরিয়াগুলো। অন্ত্রে রাসায়নিক পদার্থ তৈরি হয়ে সেটি সরাসরি রক্ত সংবহন তন্ত্রের মাধ্যমে লিভারে চলে যায়। যা শরীরের ক্ষতি করে।

ওহিও স্টেট ইউনিভার্সিটির গবেষকরা প্রোটিনের ব্যাকটিরিয়ার আচরণ সনাক্ত করেছিলেন, সেসময় তারা দেখেন অন্ত্রের ব্য়াকটেরিয়াগুলো মানুষের স্বাস্থ্য ভালো রাখতে অপরিহার্য অবদান রাখছে। বিজ্ঞানীরা মনে করছেন, যে এই জীবাণু ইউবেস্টেরিয়াম লিমোসাম ভবিষ্যতে চিকিৎসকের জন্য ব্যবহার করা যেতে পারে।

ওহিও স্টেটের মাইক্রোবায়োলজির প্রবীণ লেখক এবং প্রফেসর জোসেফ ক্রিজিকি বলেন , গত দশক ধরে, এটি স্পষ্ট হয়ে উঠেছে যে মানুষের অন্ত্রে ব্যাকটেরিয়াগুলো আমাদের স্বাস্থ্যের উপর বিভিন্নভাবে প্রভাব ফেলে। আমরা যে জীব নিয়ে গবেষণা করেছি সেগুলো যৌগটিকে আরো খারাপ হতে আটকায় এবং স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। এই ব্যাকটিরিয়া চিকিৎসার মান উন্নত করতে পারে কিনা তা শীঘ্রই দেখা দরকার।

সূত্র: ইন্ডিয়ানএক্সপ্রেস

পাঠকের মতামত

Comments are closed.