267703

চুল পড়া রোধে ঘরেই সহজ পদ্ধতিতে তৈরি করুন আমলকীর তেল!

চুল পড়া রোধে আমলকী খুবই উপকারী। এছাড়া আমলকীর তেলও চুলের যত্নে ভীষণ কার্যকরী। অনেকেই বাজার থেকে আমলকীর তেল কিনে ব্যবহার করেন। যা স্বাস্থ্যকর কিনা তা নিয়ে চিন্তিত থাকেন অনেকেই।

তাই চিন্তা ছেড়ে নিজে সহজ পদ্ধতিতে ঘরেই তৈরি করে নিন আমলকীর তেল। এই তেল চুলের গোড়া ও চুলে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। তারপর ভালো ব্র্যান্ডের মাইল্ড শ্যাম্পুর সাহায্যে চুল ধুয়ে নিলেই উপকার মিলবে। চলুন এবার জেনে নেয়া যাক আমলকী তেল তৈরির পদ্ধতিটি-

আমলকীর তেল তৈরির পদ্ধতি

তেল তৈরির জন্য প্রয়োজন টাটকা আমলকী ও নারকেল তেল। প্রথমে এক কাপ আমলকী ভালোভাবে ধুয়ে বিচি ছাড়িয়ে নিয়ে মিক্সারে ব্লেন্ড করে নিন। এতে পানি ব্যবহার করা যাবে না। এরপর একটি পাত্রে এক কাপ নারকেল তেল চুলায় গরম করতে দিন। তেল গরম হলে এতে দিয়ে দিন আমলকীর পেস্ট।

আমলকীর পেস্ট মিশ্রিত নারকেল তেল ফুটে ওঠার ১০ থেকে ১৫ মিনিট পর তেল চুলা থেকে নামিয়ে ঠাণ্ডা করে নিন। ব্যস তৈরি হয়ে গেল আমলকীর তেল। এবার কাঁচের জারে তেল সংরক্ষণ করুন।

পাঠকের মতামত

Comments are closed.