267716

আপার লিপের লোম দূর করুন সহজ এই ঘরোয়া উপায়ে

অনেক নারীর ঠোঁটের উপরে পুরুষের মতো গোঁফ দেখা যায়। এটি হরমনের কারণে হতে পারে আবার এমনিতেই হতে পারে। এতে অস্বস্তিতে ভোগেন অনেকেই। ঠিকমতো সাজগোজও করতে পারেন। মুখের সব সৌন্দর্যই ম্লান করে দেয় এই গোঁফ।
এর জন্য অনেকেই পার্লারে দিয়ে থ্রেডিং বা শেভ করান। অনেকসময় এতে করে এই সমস্যা কমার থেকে বেড়ে যায় অনেক বেশি। সেক্ষেত্রে ঘরে বসেই কিছু উপায়ে দূর করতে পারেন এই গোফ। জেনে নিন উপায়গুলো-

> ওয়াক্সিং করতে পারেন। লেবুর রস চিনি দিয়ে বাড়িতে কেমিকেলমুক্ত ওয়াক্সিং তৈরি করুন। এবার ঠোঁটের উপরে লাগিয়ে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। টেনে তুলে ফেলুন। এরপর কয়েক টুকরো বরফ ঘষে নিন।

> ঘরে থ্রেডিং করতে পারেন। যেভাবে চোখের ভ্রু প্ল্যাক করেন সেভাবে করে নিতে পারেন।

> এছাড়াও এপিলেটর ব্যবহার করতে পারেন। ইলেকট্রনিক এই ডিভাইসগুলো দিয়ে খুব সহজে ঠোঁটের উপরের অবাঞ্চিত লোম দূর করা যায়। আর এতে নতুন করে লোম হওয়াও রোধ করে।

সূত্র: বোল্ডস্কাই

পাঠকের মতামত

Comments are closed.