267667

নিজের ভুল শুধরে নিতে চাইছিলেন সুশান্ত!

কেদারনাথ মুক্তি পাওয়ার পর নিজের গাড়ির মধ্যে বসে ওই সিনেমার গান দেখতে দেখতে বাড়িতে ফিরছিলেন সুশান্ত। নিজের সিনেমার গান দেখে ভুল ত্রুটি শুধরে নিতে চাইছিলেন সুশান্ত। মৃত্যুর পর এবার সুশান্তের সেই ভিডিও ভাইরাল হতে শুরু করেছে সামাজিকমাধ্যমে।
পরিচালক অভিষেক কাপুরের সিনেমা কেদারনাথে সুশান্তের সঙ্গে স্ক্রিন শেয়ার করেন সারা আলি খান। সুশান্তের হাত ধরেই কেদারনাথ দিয়ে বলিউডে পা রাখেন সারা। কেদারনাথের পর বড় পর্দার দ্বিতীয় মুক্তির জন্য অপেক্ষা করছিলেন সুশান্ত। অর্থাৎ কেদারনাথের পর মুকেশ ছাবড়ার সিনেমা ‘দিল বেচারার’ শুটিং শুরু করেন সুশান্ত। পাশাপাশি নেটফ্লিক্সের জন্য ড্রাইভের শুটিংও করেন সুশান্ত। ড্রাইভে সুশান্তের সঙ্গে দেখা যায় জ্যাকলিনকে।

শোনা যায়, এই ড্রাইভ নিয়েই নাকি সুশান্তের সঙ্গে সালমানের মন কষাকষি শুরু হয়। ড্রাইভে সুশান্ত নন, জ্যাকলিনের বিপরীতে সূরজ পাঞ্চোলিকে কাস্ট করানোর পক্ষে ছিলেন সালমান খান। যদিও সালমানকে এ বিষয়ে কোনো মন্তব্য করতে শোনা যায়নি।

পাঠকের মতামত

Comments are closed.