267586

১৫ মিনিটেই ত্বকের কালচে ভাব দূর করবে ডিমের খোসা! জানুন পদ্ধতি

ত্বকের ফর্সাভাব ধরে রাখতে নারী-পুরুষ উভয়েই তৎপর। তবে নানা কারণে আমাদের ত্বকের ক্ষতি হয়ে থাকে। রোদে পুড়ে কিংবা সঠিক যত্নের অভাবেও আমাদের ত্বকে কালচে ভাব দেখা যায়।
এর থেকে রক্ষা পেতে অনেকেই নানা রকম প্রসাধনী ব্যবহার করেন। যা ত্বকে ক্ষতির পরিমাণ আরো বাড়িয়ে দেয়। জানলে অবাক হবেন, ত্বকের কালচে ভাব দূর হবে আপনার ফেলে দেয়া ডিমের খোসাতেই! শুধু কালচে ভাব-ই নয়, ডিমের খোসার ব্যবহারে ত্বকে ব্রণের সমস্যাও সমাধান হবে। দেরি না করে চলুন জেনে নেয়া যাক ত্বকের যত্নে ডিমের খোসার ব্যবহার-

একটি ডিমের সাদা অংশের সঙ্গে এক বা দুটো ডিমের খোসা ভালো করে গুঁড়া করে মিশিয়ে নিন। এবার ওই প্যাক মুখমণ্ডলে ১৫ মিনিটের মতো লাগিয়ে রাখুন। এবার উষ্ণ গরম পানি দিয়ে আলতো করে ঘষে ধুয়ে ফেলুন। এর ফলে ত্বকের কালচে ভাব কেটে যাবে। ত্বক হয়ে উঠবে উজ্জ্বল, প্রাণবন্ত! এই প্যাক নিয়মিত ব্যবহার করতে পারলে (সপ্তাহে ২ বারের বেশি নয়) ব্রণের সমস্যা থেকেও মুক্তি পাওয়া সম্ভব।

পাঠকের মতামত

Comments are closed.