267605

‘হোয়াট এ গ্র্যান্ড এরিয়া’ থেকে গেন্ডারিয়া

ঢাকার প্রথম আবাসিক এলাকা কোনটি? এই প্রশ্নের জবাবে ‘গেন্ডারিয়া’ উত্তর দিয়ে সবজান্তা সমীপেষু বনে যেতে পারেন! উনিশ শতকের শুরুর দিকে ব্রিটিশ ভারতে ঢাকার প্রথম আবাসিক এলাকা এটি। আবাসিক এলাকার চরিত্র কিছুটা হারিয়েছে বটে, তবে জৌলুশ কমেনি। এখানে আছে বিখ্যাত ধূপখোলা মাঠ, যোগেশ চন্দ্র ঘোষ প্রতিষ্ঠিত সাধনা ঔষধালয়, সীমান্ত খেলাঘর আসর ও পাঠাগার, কিশলয় কচিকাঁচার মেলা, সুলতানি আমলে নির্মিত ঐতিহাসিক কদমরসুল মসজিদ, সাম্প্রতিককালের আসগর আলী হাসপাতাল।
উনিশ শতকের গোড়ার দিকে এটি পরিণত হয়েছিল মধ্যশ্রেণির আবাসিক এলাকা হিসেবে। এত পুরাতন এলাকা হওয়ায় বহু ইতিহাসের সাক্ষী এই গেন্ডারিয়া। কিন্তু কীভাবে এল এই নাম? এ নিয়ে দুটি গল্প প্রচলিত রয়েছে।

অনেকে বলেন, কোন এক ইংরেজ পরিব্রাজক ঘোড়ায় চড়ে ঘুরতে ঘুরতে গেন্ডারিয়ার লোহারপুলের পাদদেশে এসে পড়েন। এই এলাকার চারপাশের দৃশ্য দেখে এতই বিমোহিত হয়েছিলেন যে তিনি বলে ওঠেন, ‘Wow! What a grand Area!’ সেই থেকেই এই আবাসিক এলাকার নাম হয়ে উঠে ‘গেন্ডারিয়া’।

আর ভিন্নমতটিও বেশ মজার। আখ বা ইক্ষু অঞ্চলভেদে ‘গেন্ডারিয়া’ নামে পরিচিত। তৎকালীন সময়ে দয়াগঞ্জ, মীরহাজিরবাগ এলাকায় প্রচুর গেন্ডারি বা আখের চাষ হতো। সেই আখ বিক্রির জন্যও বিখ্যাত ছিল এই এলাকা। আর সেই থেকে এই এলাকার নাম হয়ে গেন্ডারিয়া।

গেন্ডারিয়ার অন্যতম প্রধান সড়ক দীননাথ সেন রোড। এর বাইরে গুরুত্বপূর্ণ সড়কের মধ্যে রয়েছে ডিস্টিলারি রোড, সতীশ সরকার রোড, রজনী চৌধুরী রোড, কে বি রোড, একে দাশ রোড। গেন্ডারিয়ার পূর্বে রেললাইন। কমলাপুর থেকে গেন্ডারিয়া হয়ে নারায়ণগঞ্জ যায় ট্রেন।

পাঠকের মতামত

Comments are closed.