267568

অ্যাম্বুলেন্সের রাস্তা নেই, ঝুড়িতে ঝুলে হাসপাতালে গেলেন গর্ভবতী!

প্রসব যন্ত্রণায় ছটফট শুরু করেছেন এক নারী। কোনোমতে ভাঙা পাথর বয়ে নিয়ে যাওয়ার বেতের ঝুড়িতে তাকে ঝুলিয়ে হাসপাতালে নিচ্ছেন স্বাস্থ্যকর্মীরা। মঙ্গলবার ভারতের ছত্তিশগড়ের কন্দাগাঁওয়ের মহানবেদা গ্রামে এমন ঘটনা ঘটেছে। ওই গ্রামে পাকা রাস্তা নেই। তাই অ্যাম্বুলেন্স পৌঁছাতে পারবে না।

টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন থেকে জানা গেছে, কন্দাগাঁওয়ের চিফ মেডিক্যাল অফিসার টিআর কানওয়ার বলেন, নারীর পরিবারের পক্ষ থেকে ১০২ অ্যাম্বুলেন্সে যোগাযোগ করা হয়। কিন্তু রাস্তা না থাকায় অ্যাম্বুল্যান্স পৌঁছতে পারেনি।

গ্রামের মানুষ জানিয়েছে, এ ঘটনা নতুন কিছু নয়। এর আগেও একাধিকবার এভাবেই গ্রাম থেকে রোগীদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবার বিষয়টি সংবাদমাধ্যমের চোখে পড়ে যাওয়ায় এতো আলোচনা হচ্ছে। এর আগে এভাবে রোগীদের হাসপাতালে নিয়ে যেতে গিয়ে অনেকের মৃত্যুও হয়েছে।

তাদের মতে, ওই নারী ভাগ্যক্রমে বেঁচে গেছেন। তিনি এবং সদ্যোজাত- দুজনই এখন ভালো আছেন।

পাঠকের মতামত

Comments are closed.