267436

হুয়াওয়ের ফাইভজি নেটওয়ার্ক সরিয়ে নিচ্ছে যুক্তরাজ্য!

আগামী ছয় মাসের মধ্যে হুয়াওয়ের ফাইভজি পণ্য নেটওয়ার্ক যুক্তরাজ্য থেকে সরিয়ে নিতে প্রস্তাব জানানো হয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন কাজটি এরইমধ্যে শুরু করবেন বলে জানা গেছে। খবর টেলিগ্রাফ, রয়টার্স
সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, শনিবার এ সম্পর্কে একটি খবর ব্রিটিশ পত্রিকা টেলিগ্রাফে প্রকাশ হয়েছে। সেখানে দাবি করা হয়েছে, দেশটিতে এখন হুয়াওয়ের নেটওয়ার্ক ইনস্টল যাতে বন্ধ করা যায় তার কাজ করছে। এমনকি যেগুলো এরইমধ্যে নেটওয়ার্কে ইনস্টল করা আছে, সেগুলো আগামী ছয় মাসের মধ্যে সরিয়ে ফেলতেও কাজ করছে তারা।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হেনকক বলেছেন, হুয়াওয়েকে এখন দেশটিতে বেশকিছু শর্তের মধ্যে দিয়ে যেতে হবে।কিন্তু কী সেই প্রোপোজাল এবং কোন ধরনের শর্তের মধ্যে দিয়ে যেতে হবে এমন বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা ‘জিসিএইচকিউ’ চীনা প্রযুক্তি নিয়ে নিরাপত্তা উদ্বেগ প্রকাশ করেছে। এর পরপরই পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে দেশটি। এর আগে গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের লবিংয়ে না গলে বরিস জনসন যুক্তরাজ্যে হুয়াওয়েকে ফাইভজি নেটওয়ার্ক তৈরির অনুমতি দিয়েছিল। ছয় মাস পরেই তা বন্ধ করার জন্য তিনি কাজ করছেন।

পাঠকের মতামত

Comments are closed.