267438

সহজ পদ্ধতিতে নিজেই তৈরি করুন গাঢ় কালো কাজল!

রমণীদের সাজগোজের প্রথম পছন্দ হচ্ছে কাজল। সম্পূর্ণ মুখের সৌন্দর্যই ফুটিয়ে তোলে চোখ। আর চোখের সৌন্দর্য বাড়িয়ে দেয় কাজল। তবে অবশ্যই কাজল ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, যারে তা চোখের কোনো ক্ষতি না করে।

অনেক সময় কিনে আনা কাজল চোখে জ্বলনের সৃষ্টি করে। যা চোখের জন্য ক্ষতিকর। তাছাড়া কেনা কাজল গাঢ় কালো রঙেরও পাওয়া কষ্টকর। তাই চোখের জন্য গাঢ় কালো স্বাস্থ্যকর কাজল তৈরি করে ফেলুন ঘরে বসেই। তাও হাতের কাছে থাকা উপকরণ দিয়েই। চলুন জেনে নেয়া যাক কাজল তইরির পদ্ধতিটি-

যা যা লাগবে

মাটির প্রদীপ, ক্যাস্টর অয়েল, অ্যালোভেরা জেল, একটি প্লেট, দুটি সমান আকারের বাটি।

পদ্ধতি

প্রথমে মাটির প্রদীপে ক্যাস্টর অয়েল দিয়ে জ্বালান। এবার একটি প্লেটে অ্যালোভেরা জেল লাগিয়ে নিন। এরপর প্রদীপের শিখা বরাবর অ্যালোভেরা মাখানো প্লেটটি ধরুন। এই পদ্ধতিতে কাজল বানাতে ৭ থেকে ৮ ঘণ্টা লাগতে পারে, এর জন্য দুটি বাটির সাহায্যে স্ট্যান্ড তৈরি করুন। অ্যালোভেরা পুড়ে যে কালো কালি তৈরি হবে তা থেকেই পেয়ে যাবেন গাঢ় কালো কাজল। একটি ছুরির সাহায্যে ভুসা-কালি একটি পরিষ্কার পাত্রে সংরক্ষণ করে রাখুন।

সূত্র: ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.