267440

ঘাড় ও গলার কালো দাগ দূর করার অব্যর্থ দুই উপায়

অনেক সময় কারণ ছাড়াই মুখের সঙ্গে গলা বা ঘাড় কালো হয়ে যায়। আবার অনেকেই আছেন যাদের ঘুমের সমস্যা বা অবেক দিন ত্বকের যত্ন নিচ্ছেন না। তাই আগের চেয়ে অনেক বেশি কালো হয়ে গেছেন।

এক্ষেত্রে নামীদামী ব্র্যান্ডের বিভিন্ন ক্রিমও ব্যবহার করেছেন নিশ্চয়। তাতেও ফল মিলছে না মনের মতো। ঘরোয়া দুই উপায়েই দূর করতে পারবেন মুখসহ ঘাড়, গলার কালচে দাগ। তবে জেনে নিন সেই উপায়গুলো-

প্রথম উপায় 

চন্দনের গুঁড়ার সঙ্গে গ্লিসারিন, গোলাপ জল, লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এই পেস্টটি মুখে, গলায়, ঘাড়সহ হাতেও মাখতে পারেন। ২০ মিনিট বা শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। সাধারণ পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত তিন দিন ব্যবহার করুন।

দ্বিতীয় উপায় 

সমপরিমাণ পেঁয়াজ আর রসুনের রস মিশিয়ে কালো দাগের উপর লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে নিন। দিনে একবার করে প্রতিদিন লাগান। এতে খুব তাড়াতাড়ি দূর হবে ত্বকের কালচে দাগ।

সূত্র: ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.