267341

মহাকাশ থেকে পৃথিবী কতটা মনোমুগ্ধকর, দেখালো নাসা

পৃথিবীর একদিকে দিন আর অন্যদিকে রাত—এমনই এক মনোমুগ্ধকর ছবি প্রকাশ করলো যুক্তরাষ্ট্রের জাতীয় মহাকাশ সংস্থা নাসা। এরপরই সেটা ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে।
নাসা থেকে দুই মহাকাশচারী গত ৩১ মে পাড়ি দেন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশ্যে। সেখানে পৌঁছানোর পর থেকেই মহাকাশচারীরা একের পর এক ছবি শেয়ার করছেন পৃথিবীর, যা অবাক করে দিয়েছে অনেককেই।

মহাকাশচারী বব বেহনকেন টুইটারে এই ছবি শেয়ার করে লিখেছেন, ‘‌আমাদের পৃথিবীর এই দৃশ্য আমার সবচেয়ে পছন্দের। পৃথিবীর দুই অর্ধে দিন-রাতের সীমান্ত এটি।’‌ শেয়ার করার পর থেকে টুইটটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। অসংখ্য বার রিটুইট করেছেন অনেকেই।

পৃথিবীর এক অদ্ভূত সুন্দর ভিডিও প্রকাশ করেছে মহাকাশ সংস্থাটি। উপগ্রহ থেকে তোলা ছবি জুড়ে বানানো হয়েছে টাইমল্যাপস ভিডিওটি। এক বছর ধরে পৃথিবীর ওপর ঘটে ‌যাওয়া ‌যাবতীয় ঘটনা ধরা পড়েছে সেই ভিডিওতে। ধরা পড়েছে চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ওপর পড়া ছায়াও।

পাঠকের মতামত

Comments are closed.