267339

গবেষকদের দাবি, অন্ধত্বের ঝুঁকি কমাবে লাল আলো

গাঢ় লাল আলোর দিকে টানা তিন মিনিট তাকিয়ে থাকলে অন্ধত্বের ঝুঁকি কমে যাবে এবং দৃষ্টিশক্তি বাড়বে। সম্প্রতি ইউনিভার্সিটি অব লন্ডনের বিজ্ঞানীরা এমনটাই দাবি করেছেন।

জার্নাল অব জেরোন্টোলজিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, লাল আলোর দিকে টানা তিন মিনিট যদি তাকিয়ে থাকা যায় তাহলে চোখের রেটিনার যেকোনো সমস্যা কমতে থাকে। বিশেষ করে বয়সজনিত কারণে যখন রেটিনা দুর্বল হতে শুরু করে, তখনই দৃষ্টিশক্তি ধীরে ধীরে কমতে থাকে। লো ভিশনের সমস্যা শুরু হয়। এই লাল আলোর থেরাপিতে লো ভিশনের সমস্যা দূর করা সম্ভব।

চিকিৎসকরা বলছেন, লো ভিশনের জন্য অস্ত্রোপচার বা ওষুধ নয়, প্রয়োজন লো ভিশন এইড। এটি এমন যন্ত্র, যা কোনো জিনিসকে চোখের সামনে বড় করে ধরে। কিন্তু এর চেয়েও বড় সমাধান মিলতে পারে যদি ক্ষীণদৃষ্টির সমস্যাকেই দূর করা যায়। লাল আলোর তরঙ্গদৈর্ঘ্যকে ব্যবহার করে চোখের রেটিনার শক্তি বাড়ানো যেতে পারে। গবেষকরা বলছেন, এই থেরাপি সহজ ও নিরাপদ। তবে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ না নিয়ে এটা করা ঠিক হবে না।

পাঠকের মতামত

Comments are closed.