267325

করোনা রুখতে জনগণকে ফল খাওয়াবে ত্রিপুরা সরকার

করোনাভাইরাস নিয়ে আতঙ্কে সারাবিশ্ব। এখন পর্যন্ত এটির কোনো প্রতিষেধক আসে নি। তাই একমাত্র রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এই ভাইরাস থেকে রক্ষা পাওয়া সম্ভব। আর তাই মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অভিনব সিদ্ধান্ত নিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্য সরকার।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস’র এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি রাজ্যের শিক্ষামন্ত্রী রতন লাল নাথ জানিয়েছেন, বিভিন্ন পুর সংস্থার সব ওয়ার্ডে, জেলা সদর ও মহকুমা সদরে সপ্তাহে একদিন মানুষকে বিনামূল্যে ভিটামিন সি সমৃদ্ধ লেবু ও আনারস খাওয়ানো হবে।

রাজ্য মন্ত্রীসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, জুলাই মাসজুড়ে এই কর্মসূচি পালন করবে নগরোন্নয়ন ও গ্রামোন্নয়ন দপ্তর। এই প্রকল্পে সরকারের খরচ হবে এক কোটি টাকা। সরকারি এই প্রকল্পের নাম রাখা হয়েছে ‘প্রোগ্রাম ফর বুস্টিং পাবলিক ইমিউনিটি ইন দ্য আরবান এরিয়াজ ইন কোভিড-১৯’।

ত্রিপুরার শিক্ষামন্ত্রী জানান, লেবু, আনারস খাওয়ার ফলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা যেমন বাড়বে, তেমনি কৃষকরা তাদের উৎপাদিত ফসল বিক্রির সুযোগ পাবেন। সেই সঙ্গে অন্য দলগুলোও কাজ পাবে। তাদের মাধ্যমে ঠেলাগাড়িতে বা স্টলে প্রতি ওয়ার্ডে ফল বিতরণ করা হবে।

এই ব্যবস্থায় দলগুলো তাদের রিভলভিং ফান্ড থেকে অর্থ নিয়ে কৃষকের কাছ থেকে ফল কিনবে। রাজ্য সরকার এক সপ্তাহের মধ্যেই সেই টাকা শোধ করে দেবে। প্রতি সপ্তাহে আনুমানিক তিন লাখ আনারস ও ছয় লাখ লেবু কৃষকদের কাছ থেকে কেনা হবে।

উল্লেখ্য, সারাবিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে এক কোটি আট লাখ নয় হাজার নয়শ ৯২ জন এবং মারা গেছে পাঁচ লাখ ১৯ হাজার ৫০ জন। তার মধ্যে শুধু ভারতেই করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ছয় লাখ পাঁচ হাজার দুইশ ২০ জন এবং মারা গেছে ১৭ হাজার আটশ ৪৮ জন।

পাঠকের মতামত

Comments are closed.