267270

৮২ বছরে দ্বিতীয়বার দেখা গেল নজরকাড়া বিরল ‘রেড কোরাল সাপ’

জীব বৈচিত্রের বৈচিত্রতা দেখে মুগ্ধ হওয়া ছাড়া উপায় নেই। তেমনি মুগ্ধতা ছড়ানো নজরকাড়া অতি বিরল প্রাণী ‘রেড কোরাল কুকরি’। গত ৮২ বছরে দ্বিতীয়বার দেখা গেল এ প্রজাতির সাপ। যার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই ঝড়ের গতিতে ভাইরাল হয়।

শনিবার উত্তরপ্রদেশের লখিমপুর খেরির দুধওয়া ন্যাশনাল পার্কে এ সাপটিকে দেখা গেছে। ওই সময় পার্কের এক কর্মী সাপটির ছবি তোলেন। সেই ছবি রোববার টুইটারে শেয়ার করে বন্যপ্রাণ সংরক্ষণ ও পর্যটন সংস্থা ওয়াইল্ড লেন্স।

ছবিটি শেয়ার করে ওয়াইল্ড লেন্স লিখেছে, দুধওয়া ন্যাশনাল পার্ক বৈচিত্র্য ও বিস্ময়ে পরিপূর্ণ। রেল কোরাল সাপ, একটি খুবই বিরল সাপ…বৃষ্টির পর আজ সন্ধেয় স্টাফ কটেজের সামনে।

ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের বন কর্মকর্তা রমেশ পান্ডে জানান, গত কয়েক বছরে এ নিয়ে চারবার সাপটি নজরে এসেছে।

১৯৩৬ সালে এ প্রজাতির সরীসৃপ দুধওয়ায় প্রথম দেখা গিয়েছিল। এর বৈজ্ঞানিক নাম ওলিগোডোন খেরিয়েনসিস। এ প্রজাতির সাপের উত্স স্থল খেরি-নির্দিষ্ট অঞ্চল। এ উজ্জ্বল রঙের সাপের দেখা পাওয়া দুস্কর। প্রায় ৮২ বছর পর গত বছর এ সাপ প্রথম দেখা যায়।

বিশেষজ্ঞরা জানান, নিশাচর এ সাপ নির্বিষ। কীট-পতঙ্গই তার প্রধান খাবার। লাল-কমলা রঙ থেকেই এ সাপের নামকরণ হয়েছে। আর এর দাঁত অনেকটা নেপালি ‘খুকরি’-র মতো। যা ডিম ভাঙতে পারে।

এদিকে লাল-কমলা রঙের মিশ্রণের সাপটি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। সাপের ছবিতে দেদারছে লাইক পড়ছে। মন্তব্য করছেন নেটিজেনরা। নজরকাড়া রঙের বিস্ময় প্রকাশ করছেন তারা।

সূত্র- এবিপি।

পাঠকের মতামত

Comments are closed.