267295

স্রোতে জেলের জালে পাঁচ বিষধর সাপ

স্রোতে জেলের জালে ধরা পড়ল পড়ল পাঁচ বিষধর সাপ। পরে স্থানীয়রা সাপগুলো পিটিয়ে মেরে ফেলেন।

বুধবার সকালে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলায় এ ঘটনা ঘটে।

উপজেলার তাড়াশ-রানীহাট আঞ্চলিক সড়কের বেরখালী সেতুর নিচে জেলেদের সোতিজালে পাঁচটি বিষধর সাপ ঢুকে পড়লে স্থানীয়রা সাপগুলো মেরে ফেলে। প্রতিটি সাপ কমপক্ষে ৫-৬ ফুট লম্বা।

আব্দুর রহিম ও কাসেম আলী নামে দুইজন জেলে জানান, মঙ্গলবার সন্ধ্যায় বেরখালী সেতুর নিচে পানি প্রবাহের পথে তারা সোতিজাল পেতে রেখে যান। বুধবার সকালে সেই জাল তুলে দেখেন পাঁচটি বিষধর সাপ।

প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ জে এম সালাউদ্দিন বলেন, হয়তো পানির স্রোতে সাপগুলো জালের মধ্যে ঢুকে পড়ে। এ প্রজাতির বিষধর সাপ সাধারণত জলে অথবা জলের কাছাকাছি থাকতে পছন্দ করে।

পাঠকের মতামত

Comments are closed.