267297

উড়ন্ত সাপ নিয়ে গবেষণায় মিলছে বিস্ময়কর তথ্য!

সাপ দেখলেই অনেকের গলা শুকিয়ে যাওয়া অবস্থা। মাটিতে সাপের বিচরণ গায়ের লোমে দাঁড় করিয়ে ফেলে। যদি সাপ মাথার ওপর উড়ে আসে তাহলে অবস্থা কল্পনাতীত। মাটিতে চলার পাশাপাশি আকাশে উড়ন্ত সাপ নিয়ে গবেষণায় বিস্ময়কর তথ্য মিলছে।

উড়ন্ত প্রজাতির সাপকে Chrysopelea paradisiবলা হচ্ছে। এ প্রজাতির সাপ সম্পর্কে বিস্ময়কর তথ্য জানা গেছে।

ভার্জিনিয়া টেকের পক্ষ থেকে একটি গবেষণা করে দেখা গেছে, এ প্রজাতির সাপ বাতাসের মাধ্যমে চলাফেরা করতে পারে। বিস্ময়কর তথ্য হচ্ছে, এ প্রজাতির সাপ মাটি থেকে উড়ে গিয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। এসব সাপ উড়তে পারায় শিকার করার পদ্ধতিও জটিল। অন্যান্য সাপের তুলনায় এ প্রজাতির সাপ ভয়ংকর।

সিএনএন প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, এ প্রজাতির সাপ সাধারণত মাটি দিয়ে চলাচলের পাশাপাশি উড়তে পারে। কিন্তু কীভাবে সম্ভব তা স্পষ্ট করে বলেননি বিজ্ঞানীরা।

বিজ্ঞানী আইজ্যাক ইয়েটনের ধারণা, এটি বাতাসে গ্লাইড করা বা ওড়ার শক্তি পায়। নিজের শরীরকে কিছুটা ভাঁজ করে ডানার মতো করে নেয়ার ফলে উড়তে পারে।

পাঠকের মতামত

Comments are closed.