267199

ঘরে বসে খুব সহজেই তৈরি করুন অ্যালোভেরা সাবান!

বর্তমানে রুপচর্চায় সবাই বেশ সচেতন। যাদের ত্বক তেলতেলে তারা অ্যালোভেরার জেল ব্যবহার করে বেশ উপকার পেয়ে থাকেন। তবে সমস্যা হলো এই অ্যালোভেরা জেল বেশি দিন ভালো থাকে না। এক্ষেত্রে অ্যালোভেরা সাবান বেশ উপকারী।
সংবেদনশীল ত্বকের জন্য অ্যালোভেরা সাবান খুবই কার্যকর। এটি ত্বক পরিষ্কার রাখার পাশাপাশি ব্রণ ও বলিরেখা দূর করে ত্বক উজ্জ্বল করে। দেরি না করে চলুন জেনে নেয়া যাক অ্যালোভেরা সাবান তৈরি করার ঘরোয়া পদ্ধতি-

এক কাপ পানি ফুটিয়ে কয়েক চামচ কস্টিক সোডা দিন। একটি কাঠের চামচ দিয়ে ঘনঘন নাড়তে থাকুন। অ্যালোভেরার পাতা থেকে শাঁস বের করে আমন্ড অয়েল, নারকেল তেল ও ক্যাস্টর অয়েল মেশান। এটি ত্বকের শুষ্কতা দূর করবে। তেলমিশ্রিত অ্যালোভেরার শাঁস পাত্রের পানিতে দিয়ে দিন। ঘনঘন নাড়বেন যেন দলা হয়ে না যায়। কয়েক ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মেশান। মিশ্রণটি সাবানের ছাঁচে রেখে ঠাণ্ডা করুন। ৫ ঘণ্টা পর এটি ডিপ ফ্রিজে রাখুন। সারারাত রেখে পরদিন ফ্রিজ থেকে বের করুন। ব্যস, আপনার সাবান ব্যবহারের জন্য প্রস্তুত!

পাঠকের মতামত

Comments are closed.