267203

করোনা: চিকিৎসকদের আবারো বেতন বাড়ালো আফ্রিকার দেশ ঘানা এবং আয়কর মাফ

ডেস্ক রিপোর্ট : করোনা মোকাবিলায় সামনের সাড়িতে থাকা চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেছেন ঘানার প্রেসিডেন্ট নানা আকুফো-আদো।

বিবিসি জানায়, আফ্রিকার দেশটিতে করোনা চিকিৎসায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীরা আগামী তিন মাস জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর বিশেষ আর্থিক সুবিধা পাবেন।

প্রেসিডেন্ট নানা ঘোষণায় জানান, এই তিন মাসে স্বাস্থ্যকর্মীদের বেতন পঞ্চাশ শতাংশ বৃদ্ধি করা হবে। এ ছাড়া বেতনের উপর তাদের করও আদায় করতে হবে না।

তিন মাস আগে ঘানায় প্রথম করোনা শনাক্ত হয়। তখন চিকিৎসকসহ স্বাস্থ্যকর্মীদের জন্য এমন প্রণোদনা দিয়েছিল দেশটির সরকার। রবিবার রাতে এক ঘোষণায় সেটি আরও তিনমাস বাড়িয়ে দিলেন প্রেসিডেন্ট নানা।

এদিন টিভি চ্যানেলে এক ভাষণে ঘানার প্রেসিডেন্ট জানান, মহামারী মোকাবিলায় স্বাস্থ্যকর্মীদের উৎসাহ দিতে এই বাড়তি আর্থিক সুবিধা দেয়া হলো।

দেশটিতে এখন পর্যন্ত ১৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ১১২ জন।

প্রায় তিন লাখের মতো মানুষকে করোনা টেস্ট করিয়েছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। আফ্রিকা মহাদেশে সর্বোচ্চ টেস্ট করানো দেশের মধ্যে অন্যতম ঘানা।

এদিকে দীর্ঘদিন লকডাউন শেষে মসজিদসহ অন্যান্য ধর্মীয় প্রার্থনাস্থল খুলে দেয়া দিয়েছে ঘানার সরকার। শেষবর্ষের শিক্ষার্থীদের জন্য খুলে দেয়া হয়েছে স্কুলও। তবে এখনো সীমান্ত বন্ধ রেখেছে দেশটি।

উৎসঃ দেশ রুপান্তর

পাঠকের মতামত

Comments are closed.