267146

স্বজনপোষণ বিতর্ক, কী বললেন প্রসেনজিৎ?

বলিউডের পর সম্প্রতি বাংলা ফিল্ম ইন্ডিস্ট্রিতেও উঠেছে ‘স্বজনপোষণ’ এর অভিযোগ। আর এই অভিযোগের কেন্দ্রবিন্দুতে যিনি রয়েছেন, তিনি হলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে কী বললেন তিনি?
ভারতীয় গণমাধ্যমে স্বজনপোষণ নিয়ে সরাসরি উত্তর না দিতে চাইলেও নানান আলোচনায় অনেক কথাই খোলসা করলেন প্রসেনজিৎ। তিনি বলেন, প্রথমত এই বিষয়টি নিয়ে আমি কোনো আলোচনাই করতে চাই না। আমার ক্যারিয়ারের দিকে দেখলে বুঝবে, আমি যখন মেইনস্ট্রিম সিনেমা করতাম, তখনো অনেক নতুন পরিচালকের সঙ্গে কাজ করেছি। আজ হয়ত তারা স্বনামধন্য। সেই পরিচালকরা প্রথম যখন কাজ শুরু করেছেন, তখন তারা কারোর না কারোর সহযোগী হিসাবে কাজ করতেন। তাদের মধ্যে কেউ হয়ত আমায় এসে বলেছিলেন, তুমি যদি ছবিটা করো, তাহলে প্রযোজক পাই। আমি করেছি। সেখান থেকে তারা অনেকে ব্রেকও পেয়েছেন। পরবর্তীকালে তারাই আবার ভালো পরিচালক হিসাবে পরিচিতি পেয়েছেন। যদিও তাদের সব ছবিতেই যে আমি কাজ করেছি, তেমনটাও নয়।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর ভারতে যে স্বজনপোষণের অভিযোগ উঠেছে, মানসিক অবসাদের প্রসঙ্গ উঠছে সেটা নিয়ে কী বলবে? এই প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, যে মানুষটা চলে গেছে, সে আমার ছেলের মতো। কিছু ঘটনার কোনো প্রতিক্রিয়া দেয়াটাও কঠিন। কোনো ভাষা নেই। এটা সমস্ত ভাবনার উর্ধ্বে। আর বাকিটা যেটা চারিদিকে চলছে, সেটা নিয়ে আমি সত্যিই কিছু বলতে চাই না।

আশা রাখি, একটা সময় মানুষ ঠিক বুঝবেন। যদি আমি কারোর কাছে কোনো অন্যায় করে থাকিও, হাতজোড় করে ক্ষমা চাইতে কোনো অসুবিধা নেই। যদিও আমি জানি, কোনো অন্যায় করিনি। যা কিছু চারিদিকে চলছে, আমার মনে হয় বিবেচনা করার প্রয়োজন আছে।

পাঠকের মতামত

Comments are closed.