266235

ত্বক ও চুলের জেল্লা ফেরাতে মুলতানি মাটি

প্রাচীনকাল থেকেই রুপচর্চায় মুলতানি মাটির ব্যবহার বেশ সমৃদ্ধ। শুধু ত্বকের যত্নে নয় মুলতানি মাটি চুল পরিচর্যার ক্ষেত্রেও দারুন কার্যকরী।
তৈলাক্ত ত্বক ও চুলের যত্নে মুলতানি বিশেষ উপকারী। এতে রয়েছে তেল শুষে নেয়ার ক্ষমতা। এর ম্যাগনেশিয়াম ক্লোরাইড ত্বক ঠাণ্ডা ও মসৃণ রাখে। ত্বক ভালো রাখার পাশাপাশি মুলতানি মাটি চুল ও মাথার ত্বক ভালো রাখতেও সাহায্য করে। এবার তবে জেনে নিন মুলতানি মাটি কীভাবে ত্বক ও চুলের পরিচর্যায় ব্যবহার করবেন-

> শরীরের মৃত কোষ দূর করতে মুলতানি মাটির সঙ্গে পানি ও ওটসের পেস্ট তৈরি করুন। এটি শরীর স্ক্রাব হিসেবে ব্যবহার করুন। বিশেষ করে ঘাড়, বগল, হাঁটু, কনুই এসব জায়গায় এই প্যাকটি ব্যবহার করুন।

> মুলতানি মাটির তেল শুষে নেয়ার ক্ষমতা রয়েছে। তাই এটা তৈলাক্ত ত্বকের জন্য বেশ উপকারী। ত্বকের খোলা লোমকূপের সমস্যা দূর করতে মুলতানি মাটির সঙ্গে টমেটোর রস মিশিয়ে ব্যবহার করুন।

> সবার মুখেই ছোটখাট দাগ ছোপ থাকে। আর দাগ দূর করতে মুলতানি মাটি বেশ কার্যকর। এজন্য পানির সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে সম্পূর্ণ মুখ অথবা দাগের স্থানে ব্যবহার করুন।

মুলতানি মাটি খুব ভালো পরিষ্কারক। মাথার ত্বকের ময়লা দূর করতে পানিতে মিশিয়ে পেস্ট তৈরি করে চুলে ব্যবহার করুন। সম্পূর্ণ চুলেও এই মিশ্রণটি ব্যবহার করতে পারেন। এতে করে চুল হবে ঝলমলে ও প্রাণবন্ত।

সূত্র: ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.