266239

ডিওডোরেন্টের এই ব্যবহারগুলো জানতেন কি?

গরমে নিজেকে সতেজ এবং দুর্গন্ধমুক্ত রাখতে ডিওডোরেন্ট ব্যবহার করতেই হয়। অনেকেরই গরমে অতিরিক্ত ঘাম হয়। ফলে শরীরে দুর্গন্ধের সৃষ্টি হয়। এর থেকে মুক্তি পেতে অনেকেই ডিওডোরেন্ট ব্যবহার করে থাকেন।
এটি আন্ডারআর্মের (বগলের) ঘাম কমিয়ে দুর্গন্ধকে দূর করে। সেই সঙ্গে সতেজ রাখতে সহায়তা করে। তবে আপনি জানেন কি? ডিওডোরেন্ট শুধু আন্ডারআর্মেই নয় শরীরের বিভিন্ন স্থানেও ব্যবহার করতে পারেন। জেনে নিন সেই হ্যাকগুলো সম্পর্কে-

> আপনি এটি আপনার হাঁটুর পেছনে ব্যবহার করতে পারেন। অনেক সময় হাঁটুর পেছনে ঘাম হওয়ার ফলে নানা সমস্যা দেখা দিতে পারে।

> বুকের নিচে। অনেকেরই স্তনের নিচে ঘাম জমে র‌্যাশ হয়ে যায়। তাই এই জায়গায় ডিওডোরেন্ট লাগিয়ে নিন।

> রেজার ব্যবহার করার পর অনেকেরই জ্বালাপোড়া হয়। সেক্ষেত্রে আক্রান্ত স্থানে ডিওডোরেন্ট লাগিয়ে নিন।

> অনেকে নখের সৌন্দর্যের জন্য পলিশ করিয়ে থাকেন। এতে নখ পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই পলিশ করার পর নখের উপর ডিওডোরেন্ট লাগিয়ে নিন।

সূত্র: টাইমসঅবইন্ডিয়া

পাঠকের মতামত

Comments are closed.