266177

ফোনে থার্মাল ক্যামেরা

করোনাভাইরাসের জন্য স্তব্ধ গোটা বিশ্ব। এই কারণেই সম্প্রতি থার্মাল ক্যামেরার চাহিদা বেড়েছে। থার্মাল ক্যামেরা ব্যবহার করে নির্দিষ্ট দূরত্ব থেকেই যে কোন মানুষ অথবা অন্য কোন জিনিসের তাপমাত্রা মাপা সম্ভব। এবার থার্মাল ক্যামেরা সহ নতুন স্মার্টফোন আনছে অনর। অনর প্লে সিরিজে ফোনগুলোতে থাকবে এই ক্যামেরা। শিগগিরই চীনে এই ফোন লঞ্চ হবে।

ইনফ্রারেড ক্যামেরার মাধ্যমে এই বিশেষ ক্যামেরা কাজ করবে। এর ফলে নির্দিষ্ট দূরত্ব থেকে যে কোন জিনিসের তামপাত্রা মাপা যাবে। অন্য যে কোন থার্মাল ক্যামেরার মতোই কাজ করবে এই বিশেষ ক্যামেরা।

বুধবার এক অনুষ্ঠানে এই ফোন লঞ্চ করবে চীনের কোম্পানিটি।

করোনাভাইরাসের কারণে স্মার্টফোনে থার্মাল ক্যামেরা থাকলে নিঃসন্দেহে সেই ফোনের চাহিদা বাড়বে। অন্য এক রিপোর্টে জানা গিয়েছে অনর প্লে ফোর সিরিজের ফোনে থাকছে কিরিন ৯৯০ চিপসেট, ৪০ ওয়াটের ফাস্ট চার্জিং ও কোয়াড রিয়ার ক্যামেরা।

পাঠকের মতামত

Comments are closed.