266094

বাবাকে দাফন করে পরীক্ষা দেয়া সেই আমিরুল পেলেন জিপিএ-৫

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাবাকে দাফন করে সব কষ্ট আড়াল করে এসএসসি পরীক্ষায় অংশ নেয়া সেই আমিরুল ইসলাম গোল্ডেন জিপিএ-৫ পেয়েছেন। সলিমগঞ্জ এআরএম উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষা দিয়ে সব বিষয়ে এ প্লাস পেয়েছেন তিনি।
মেধাবী আমিরুল ইসলাম নবীনগর উপজেলার সলিমগঞ্জের মো. খোরশেদ আলমের ছেলে।

জানা গেছে, এসএসসি পরীক্ষা শুরুর আগের দিন বিকেলে ছেলের পরীক্ষার সিট প্ল্যান দেখতে গিয়ে স্কুলের গেটের নামফলক ধসে নিহত হন খোরশেদ আলম। পরদিন সকালে বাবাকে দাফন করে পরীক্ষার হলে যান আমিরুল।

রোববার সকালে ফলাফল পেয়ে কান্নায় ভেঙে পড়েন মেধাবী আমিরুল ইসলাম। তিনি বলেন, আজ বাবা বেঁচে থাকলে খুব খুশি হতেন।

সলিমগঞ্জ এআরএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহাম্মদ আলী বলেন, এবারের এসএসসি পরীক্ষায় আমাদের বিদ্যালয় থেকে ৯ জন জিপিএ-৫ পেয়েছে। আমিরুল তাদেরই একজন। সবাই তার জন্য দোয়া করবেন।

সূত্র: ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.