266040

বিশ্বের দ্বিতীয় বৃহৎ মোবাইল ফোন কারখানা ভারতে

ভারতের আইন-বিচার, যোগাযোগ, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ ঘোষণা করেন, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন প্রস্তুতকারক হিসাবে আত্মপ্রকাশ করেছে। প্রসাদ বলেছেন, গত পাঁচ বছরে দেশে ২০০ টিরও বেশি মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং ইউনিট স্থাপন করা হয়েছে।

প্রসাদ তথ্যের সঙ্গে গ্রাফিকাল ছবি পোস্ট করেছেন, যেখানে উল্লেখ আছে, ২০১৪ সালের তুলনায় মোবাইল হ্যান্ডসেট উৎপাদনকারীর ইউনিটের সংখ্যা ২০১৯ সালে ২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। লেখচিত্র জানাচ্ছে, উৎপাদিত মোবাইল ফোনের সংখ্যা আর্থিক বছরে ৩৩ কোটি, যার মোট মূল্য ২০০ কোটি টাকার বেশি।

সোমবার টুইটারে প্রযুক্তি ও টেলিযোগাযোগ মন্ত্রী রবি শঙ্কর প্রসাদ বলেন, ‘ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদির নেতৃত্বে, ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন প্রস্তুতকারক হিসাবে আত্মপ্রকাশ করেছে। গত ৫ বছরে ২০০ টিরও বেশি মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং ইউনিট স্থাপন করা হয়েছে’।

অ্যাপল সহ বেশ কয়েকটি স্মার্টফোন সংস্থা স্থানীয়ভাবে ফোন উৎপাদন শুরু করার বিষয়ে বিবেচনা করছে। ইতিমধ্যে অনেকে দেশে তাদের পণ্য উৎপাদন শুরু করেছে।

শাওমি ইন্ডিয়ার প্রধান মনু কুমার জৈন টুইট করেছেন যে এমআই এবং রেডমি ফোনের ৯৯ শতাংশ ফোন মেড ইন ইন্ডিয়া এবং ৬৫ শতাংশ অংশ স্থানীয় কোম্পানিতে তৈরি হয়।

 

পাঠকের মতামত

Comments are closed.