265973

তিনদিনের মধ্যে আঘাত হানবে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘নিসর্গ’

আম্ফানের ক্ষত এখনও শুকায়নি। এরইমধ্যে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘নিসর্গ’। ভারতের আবহাওয়া দফতর লাল সতর্কতা জারি করেছে।
ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, ৩–৪ জুনের মধ্যে গুজরাট বা মহারাষ্ট্রের পশ্চিম উপকূলে আছড়ে পড়তে পারে এই ঝড়। এ কারণে মঙ্গলবার থেকে বৃষ্টির হার বাড়তে পারে। তবে কর্নাটক উপকূলে সতর্কতা জারি আজ থেকেই।

ঘূর্ণিঝড় নিসর্গ কতটা ক্ষয়ক্ষতি করতে পারে, তা জানতে আরো একটু সময় লাগবে। ঘূর্ণিঝড়টি সৃষ্টি হলে ২ জুন সকালের মধ্যে উত্তরে দিকে এগোবে৷ তারপর আরেকটি বাঁক নিয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে এগিয়ে উত্তর মহারাষ্ট্র ও দক্ষিণ গুজরাতের উপকূলের কাছাকাছি পৌঁছে যেতে পারে ৩ জুন সকালে৷

এই ঘূর্ণিঝড়ের প্রভাবে লাক্ষাদ্বীপ, কেরালা ও কর্নাটকের উপকূল অঞ্চলে সোমবার বৃষ্টি হতে পারে৷ দক্ষিণ গুজরাট, উত্তর কঙ্কন, মধ্যপ্রদেশ, দমন, দিও, দাদরা ও নগর হাভেলি-তে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে ৩ ও ৪ জুন৷

‘নিসর্গ’ নামটি বাংলাদেশের দেয়া। হাতে এখনও কিছুটা সময় থাকলেও অনেকেই এই শক্তিশালী ঘূর্ণিঝড়কে তুলনা করছেন আম্ফানের সঙ্গে।

সূত্র: ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.