265975

জর্ডানে খুলে দেয়া হচ্ছে ধর্মীয় উপসনালয়

জর্ডানে ধর্মীয় উপসনালয় খুলে দেয়া হচ্ছে। ৫ জুন, শুক্রবার থেকে দেশটির বিভিন্ন ধর্মীয় উপাসনালয় খুলে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। তবে মসজিদ, গির্জা বা অন্য উপাসনালয়ে আসা লোকজনের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হবে।
কাতার ট্রিবিউনের খবরে বলা হয়েছে, জর্ডানের সংশ্লিষ্ট কর্মকর্তারা ধর্মীয় নেতাদের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলন করে ধর্মীয় উপসনালয় খুলে দেয়ার বিষয়টি নিশ্চিত করেছে। জর্ডানে করোনার কারণে ঘোষিত কড়াকড়ি শিথিল করা হয়েছে। এরই অংশ হিসেবে মসজিদ ও গির্জা খুলে দেয়া হচ্ছে।

দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রী মোহাম্মদ খালাইলেহ বলেন, জুনের ৫ তারিখে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদগুলো খুলে দেয়া হবে। এরপর ধীরে ধীরে অন্যান্য উপাসনালয়ও খুলে দেয়া হবে।

গত মার্চের মাঝামাঝি থেকে জর্ডানে ধর্মীয় উপাসনালয়গুলো বন্ধ করে দেয়া হয়। দেশজুড়ে করোনাভাইরাসের বিস্তাররোধ করতেই এমন পদক্ষেপ নেয়া হয়।

জর্ডানে এখন পর্যন্ত ৭৩৯ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ৯ জন। দেশটিতে এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ৫২২ জন। বর্তমানে সেখানে করোনার অ্যাক্টিভ কেস ২০৮টি।

সূত্র: ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.