265952

অত্যাধুনিক প্লেস্টেশন ৫-এ গেম আসছে বুধবার

সবচেয়ে অত্যাধুনিক এবং আকর্ষণীয় ডিজাইনে নির্মিত সনির গেমিং কনসোল প্লেস্টেশন ৫। বুধবার এতে স্বল্প সংখ্যক গেম উন্মোচন হচ্ছে। তবে কোন গেমগুলো রিলিজ করছে তা জানা যায়নি।
সনি তাদের নতুন এই কনসোল সম্পর্কে এখনও তেমন কিছুই জানায়নি। এমনকি পরবর্তী প্রজন্মের এই সিস্টেমে কখন, কত টাকার গেম—তাও জানায়নি প্রতিষ্ঠানটি। চলতি বছরে এক ছুটির সময় কনসোলটি উন্মোচন করেছে তারা।

সনি যা জানিয়েছে তাতে হার্ডওয়্যার ও সফওয়্যারের তথ্য অপর্যাপ্ত। জানা গেছে, পিএস৫ এ ফিচার হিসেবে থাকতে পারে কাস্টম আটটি কোর এএমডি জেন ২ সিপিইউ ক্লকড ৩.৫ গিগাহার্জ এবং কাস্টম জিপিইউ বেইজড এএমডি আরডিএনও ২ কাঠামোর হার্ডওয়্যার। যা ১০.২৮ টেরাফ্লপস এবং ৩৬ কম্পিউটার ইউনিট ক্লকড ২.২৩ গিগাহার্জ।

এছাড়া ডিভাইসটিতে ১৬ জিবি র‍্যাম এবং জিডিডিআর৬ র‍্যাম ও কাস্টম ৮২৫ জিবি এসএসডি থাকছে।

সূত্র: ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.