265887

করোনাভাইরাস ‘রুখে দেবে’ ইলেকট্রনিক মাস্ক

করোনাভাইরাসকে কীভাবে রুখে দেয়া যায়, তা নিয়ে গবেষণা হচ্ছে বিশ্বের নানা প্রান্তে। এরইমধ্যে নতুন খবর, করোনার জীবাণু ধ্বংস করতে সক্ষম এমন মাস্ক তৈরি করেছেন তুরস্কের দুইজন ডাক্তার।
সেন্ট্রাল তুরস্কের আকসারি বিশ্ববিদ্যালয়ের দুইজন ডাক্তার তাদের চলমান প্রজেক্টের অংশ হিসেবে এই মাস্ক তৈরি করেছেন।

তুরস্কের শতবর্ষী সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, জীবাণু ধ্বংস করতে সক্ষম আল্ট্রাভায়োলেট রশ্মি ও ইলেকট্রিক্যাল সিলভার বেস ব্যবহার করা হয়েছে এই মাস্কে। এটি ব্যবহার করলে করোনা আক্রান্ত রোগীর শ্বাসযন্ত্র, হাঁচি-কাশির মাধ্যমে জীবাণু ছড়াতে পারবে না।

আবিষ্কারকদের একজন ডাক্তার তারিক ইলমাজ। তিনি বলেন, প্রথমে আমরা বহনযোগ্য ও নিজে নিজেই জীবাণুমুক্ত হতে পারে এমন মাস্ক তৈরি করার চেষ্টা করেছি। এরপর আমরা জীবাণু ও ভাইরাস ধ্বংস করতে পারে এমন মাস্ক তৈরির পরিকল্পনা নিয়ে আগাই।

১৯০০ সাল থেকে বিভিন্ন গবেষণায় দেখা গেছে, আল্ট্রাভায়োলেট রশ্মি ভাইরাস মারতে পারে। মাস্কে এই আল্ট্রাভায়োলেট রশ্মি যুক্ত ও কার্যকর করাটা ছিল চ্যালেঞ্জিং। বেশ সময়ও লেগেছে। এর পাশাপাশি মাস্কটিতে ইলেকট্রিক্যাল সিলভার বেসও তৈরি করতে হয়েছে।

এরইমধ্যে মাস্কটির কপিরাইটের জন্য আবেদন করেছেন তারা। তারপরই বাজারে ছাড়ার সিদ্ধান্ত নেবেন দুই ডাক্তার।

সূত্র: ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.