265754

সাত সকালে রাত নেমে এলো ঢাকার আকাশে

আজ বুধবার রাতভর বৃষ্টি শেষে ভোরের আলো ফোটার পরই আবার কালো মেঘে রাত নেমে আসে রাজধানীর বুকে। বৃষ্টি আর ঝড়ো হাওয়ায় কেঁপে উঠে রাজধানীবাসী।
আবহাওয়া অফিস জানিয়েছে, রাতে ঢাকায় ৬৩ মিলিমিটার বজ্রসহ বৃষ্টিপাত হয়েছে। এছাড়া আজ সারাদেশে উত্তর বঙ্গপোসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় বায়ুচাপের তারতম্যের কারণে ঢাকাসহ বিভিন্ন স্থানে হালকা থেকে ভারী বৃষ্টি হবে। কোথাও কোথাও বজ্রসহ কালবৈশাখী ঝড় হবে।

অন্যদিকে ভোরে রাজধানীতে তীব্র কালবৈশাখী ঝড়ে নিম্ন আয়ের এবং ফুটপাথে থাকা মানুষগুলোকে দুর্ভোগ পোহাতে হয়েছে। বৃষ্টির কারণে রাজধানীর বেশকিছু এলাকার প্রধান সড়ক ছাড়াও পাড়া মহল্লার ভেতরে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

সূত্র: যুগান্তর

পাঠকের মতামত

Comments are closed.