265720

মশা তাড়ানোর তিনটি প্রাকৃতিক উপায়

মশার কয়েলেও এখন আর মশা মরে না। বরং মানুষের চোখ জ্বলে। তাই মশা মারার প্রকৃতিক উপায় জেনে নিন। তিনটি সহজ উপায়ে বাসা-বাড়ি থেকে দূর করুন মশা।

১. প্রথম টোটকার জন্য নিমের তেল, কর্পূর এবং তেজপাতা চাই। সবার আগে নিমের তেলের সঙ্গে কর্পূর মিশিয়ে একটি স্প্রে বোতলে ঢেলে নিন, এবার তেজপাতার ওপর সেই মিশ্রিত তেল স্প্রে করুন। ও তারপর তেজপাতাটা পুড়িয়ে দিন। যদি বাড়িতে কোনও স্প্রে বোতল না থাকে তাহলে হাত দিয়ে তেজপাতার ওপর তেল ভালো করে লাগিয়ে নিন। তেজপাতার ধোঁয়ায় মশা এক মুহূর্তে ঘর ছেড়ে পালাবে, এবং তেজপাতার ধোঁয়া শরীরের জন্য ক্ষতিকারক না।

২. শোয়ার সময় আপনি যেদিকে মাথা দেবেন তার থেকে একটু দূরে নিমের তেল দিয়ে প্রদীপ জ্বালান। যদি মশার উপদ্রব খুব বেশি হয় তাহলে সেই তেলে একটু কর্পূর মিশিয়ে নিন। এতে করে মশা আপনার ধারে কাছে আসবে না আর আপনি সারা রাত আরামে ঘুমাতে পারবেন।

৩. তৃতীয় ক্ষেত্রে আপনাকে নারকেল তেল, নামের তেল, লবঙ্গের তেল, পিপারমেন্ট তেল এবং নীলগিরি তেল সমান মাত্রায় নিয়ে মিশাতে হবে। এই মিশ্রণ একটা বোতলে ঢেলে নিন। রাতে শোয়ার আগে আপনি এই তেল গায়ে মেখে নিন, একটা মশাও আপনার ধরে কাছে আসবে না।

এই তিনটি উপায়ের মধ্যে যেকোনো একটি গ্রহণ করতে পারেন।]

সূত্র: ঢাকা টাইমস

পাঠকের মতামত

Comments are closed.