265663

যেভাবে ঝামেলা ছাড়াই দূর করবেন অবাঞ্ছিত লোম

ঈদ মানেই আনন্দ। আর এই আনন্দকে বাড়িয়ে তুলতে নিজেকে রাখা চাই একদম পরিপাটি। তাইতো নিজের সৌন্দর্যকে আরো বাড়িয়ে তুলতে অবাঞ্ছিত লোম দূর করা খুব জরুরি।
তবে পার্লারে যেয়ে এই সমস্যার সমাধান করা ঝামেলা ও ব্যয়বহুলও। তাছাড়া লকডাউনের কারণে তা সম্ভবও নয়। তবে ঘরোয়া উপায়ে ঝামেলা ছাড়াই আপনি নিজের অবাঞ্ছিত লোম দূর করতে পারেন। তাও একদম ব্যথা ছাড়াই। চলুন তবে জেনে নেয়া যাক উপায়টি-

যা যা লাগবে

এক টেবিল চামচ মধু, লেবুর রস, পাঁচ টেবিল চামচ আলুর রস, মসুর ডালের পেস্ট।

তৈরি ও ব্যবহার পদ্ধতি

মসুর ডাল সারারাত পানিতে ভিজিয়ে রাখুন। তারপর এর পেস্ট তৈরি করে নিন। তারপর এর সঙ্গে বাকি উপকরণগুলো মিশিয়ে নিন। এবার মিশ্রণটি যে স্থানের লোম তুলতে হবে সেখানে ২০ মিনিট মাখিয়ে রাখুন। পুরোপুরি শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। মিশ্রণটি ত্বকের পাতলা এবং শক্ত আস্তর ফেলে, যা লোম তুলে আনতে সহায়ক। এতে ব্যথা পাওয়ার ভয়ও কম।

 

পাঠকের মতামত

Comments are closed.