265633

বিয়ের জন্য একাই ৮০ কিলোমিটার পথ হাঁটলেন ভারতীয় তরুণী

ডেস্ক রিপোর্ট : লকডাউনের এই অসময়ে বিয়ের পিঁড়িতে বসতে একা-একা ৮০ কিলোমিটার পথ পাড়ি দিয়েছেন ভারতের ২০ বছর বয়সী এক তরুণী।

এনডিটিভি জানিয়েছে, উত্তর প্রদেশের গোল্ডি নামের ওই তরুণীর কনৌজের বাইসাপুর গ্রামের বীরেন্দ্র কুমারের সঙ্গে গত ৪ মে বিয়ের কথা ছিল। লকডাউনের কারণে বিয়ে পিছিয়ে গেলেও দুজনের ফোনে কথা হতো। এর আগেও একবার তাদের বিয়ে পিছিয়ে যায়।

শেষ পর্যন্ত গত বুধবার হবু বরের বাড়ির দিকে হেঁটেই রওনা দেন গোল্ডি। গোল্ডি যে তাদের বাড়িতে আসছেন একথা আবার কাউকেই জানাননি বীরেন্দ্র।

বীরেন্দ্রর পরিবারের দাবি, গোল্ডিকে দেখার পর তারা সামাজিক দূরত্ব বজায় রেখে হাতেগোনা কয়েকজন আত্মীয়র উপস্থিতিতে বিয়ের আয়োজন করেন।

ফেইসবুকে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা গেছে, পাত্র-পাত্রী মাস্ক পরেই বসে আছেন পিঁড়িতে।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে গত ২৫ মার্চ থেকে ভারতে চলছে লকডাউন। ১৭ মে থেকে চতুর্থ দফার লকডাউন শুরু হয়। আপাতত ৩১ মে পর্যন্ত।

প্রায় ২ মাস ধরে চলা এই লকডাউনের জেরে দেশটিতে অনেক বিয়ে পিছিয়ে গেছে। তবে কেউ কেউ আবার অনলাইনেও করছেন!

পাঠকের মতামত

Comments are closed.