265569

ঘরেই তৈরি করুন নবাবী সেমাই (ভিডিও)

ঈদে সবার ঘরেই সেমাই রান্না হয়ে থাকে। সেমাইয়ের বিভিন্ন স্বাদ পেতে প্রিয়জনদের জন্য তৈরি করতে পারেন নবাবী সেমাই।

খুব কম সময়ে তৈরি করতে পারবেন এই সেমাই। আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন নবাবী সেমাই।

উপকরণ

২৫০ গ্রাম লাচ্ছা সেমাই, ১ কেজি দুধ, ২০০ গ্রাম মিল্ক পাউডার, চিনি প্রয়োজন মতো, কর্নফ্লাওয়ার তিন চামচ, কনডেন্সড মিল্ক ৫০ গ্রাম, ক্রিম ৫০ গ্রাম।

প্রণালি

কড়াইতে ঘি দিয়ে লাচ্ছা সেমাই ভাজুন। এবার চিনি গুঁড়া এবং মিল্ক পাউডার দিয়ে ভালোভাবে ভাজুন। অন্য কড়াইতে ঘন করে দুধ জ্বাল দিন। ৫ মিনিট পর কনডেন্স মিল্ক দিয়ে তারপর চিনি দিন।

৫ মিনিট নাড়ার পর ক্রিম দিন। এবার কর্নফ্লাওয়ার দিয়ে কিছুক্ষণ নেড়ে ঘন হয়ে ক্রিম ভাব এলে চুলা বন্ধ করে দিন। এবার একটি পাত্রে ভাজা সেমাই দিন। তার ওপরে ক্রিম দিন। তার ওপর সেমাই দিন। ওপরে বাদাম কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

পাঠকের মতামত

Comments are closed.