265267

বিড়াল থেকে ছড়াতে পারে করোনাভাইরাস: গবেষণা

বিড়াল থেকে খুব সহজেই মানুষের দেহে করোনাভাইরাস ছড়াতে পারে বলে আশঙ্কা করছেন বিজ্ঞানীরা।

কীভাব এ ভাইরাস মানুষের শরীরে প্রবেশ করে তা জানা সম্ভব না হলেও এর প্রতিষেধক আবিষ্কার করা সম্ভব নয়। এমনটিই মনে করছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) বিশেষজ্ঞরা।

মার্কিন ষুক্তরাষ্ট্রের ‘উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক দাবি করেন, বিড়াল থেকে খুব সহজেই ছড়াতে পারে করোনাভাইরাস!

সম্প্রতি নিউ ইংল্যান্ড জার্নাল অব মেডিসিন পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের দুই গবেষক কাওয়া ওকা ও পিটার হফম্যান জানান, ‘একটি বিড়াল থেকে অন্য বিড়ালে খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে এ ভাইরাস।’

তারা জানান, গবেষণাগারে তারা তিনটি করোনা আক্রান্ত বিড়ালের সঙ্গে তিনটি সুস্থ বিড়ালকে পাশাপাশি রেখে দেখেছেন। তিন দিনের মধ্যে তিনটি সুস্থ বিড়ালের শরীরেও করোনাভাইরাস ছড়িয়ে পড়ে।

আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো– আক্রান্ত বিড়ালের মধ্যে অসুস্থতার কোনো উপসর্গ দেখা যায়নি।

উইসকনসিন বিশ্ববিদ্যালয়ের ওই দুই গবেষক আরও জানান, বিড়াল এই ভাইরাসের নিঃশব্দ বাহক হতে পারে। ফলে বিড়াল থেকে মানুষের শরীরেও ভাইরাস সংক্রমিত হতে পারে। তবে এখনও এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ পাননি তারা।

এ বিষয়ে আরও বিস্তর গবেষণা, পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন বলে মনে করছেন তারা।

ইউনিভার্সিটি অব উইসকনসিন স্কুল অব ভেটারনিটি মেডিসিনের অধ্যাপক ইশোশিহিরো কাওয়া ওকা জানান, ২০১৬ সালে এইচসেভেনএনটু ইউফ্লুয়েঞ্জায় আক্রান্ত পশুদের চিকিৎসা করতে গিয়ে ওই ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন নিউইয়র্কের অ্যানিমেল শেল্টারের পশু চিকিৎসকরাও। তাই বিড়াল থেকে মানুষের শরীরে ভাইরাস সংক্রমণের আশঙ্কা একেবারে উড়িয়ে দেয়া যায় না।

 

পাঠকের মতামত

Comments are closed.