265090

জ্বরে মুখে ঘা হলে যে ৫ ঘরোয়া উপায়ে চিকিৎসা করবেন

অনেকেরই জ্বরে মুখে ঘা হয়। দীর্ঘ দিন চলতে থাকে এই বিড়ম্বনা। মুখে এমন ঘা হলে কষ্টের শেষ নেই। জেনে নিন জ্বরে মুখে ঘা হলে যে ৫ ঘরোয়া উপায়ে চিকিৎসা করবেন।

অ্যান্টি ভাইরাল উপাদান সমৃদ্ধ টি ট্রি অয়েল তুলোয় নিয়ে জ্বর ঠোসায় লাগান। দিনে বেশ কয়েকবার লাগান আর ভাইরাসের সংক্রমণ ঠেকিয়ে সেরে উঠুন।

  • সুতির কাপড় অ্যাপেল সিডার ভিনিগার ভিজিয়ে জ্বর ঠোসার ওপরে লাগান। দেখবেন দ্রুত উপকার পাবেন।

    সুতির কাপড় অ্যাপেল সিডার ভিনিগার ভিজিয়ে জ্বর ঠোসার ওপরে লাগান। দেখবেন দ্রুত উপকার পাবেন।

  • রসুনের কোয়া বেটে সরাসরি ক্ষত স্থানে দিনে অন্তত দুই থেকে তিনবার লাগান। দেখবেন দ্রুত উপকার পাবেন।

    রসুনের কোয়া বেটে সরাসরি ক্ষত স্থানে দিনে অন্তত দুই থেকে তিনবার লাগান। দেখবেন দ্রুত উপকার পাবেন।

  • ক্ষতস্থানে অ্যান্টিমাইক্রোবিয়াল সমৃদ্ধ মধু লাগিয়ে রাখুন ৫ থেকে ১০ মিনিট। দিনে অন্তত দুবার ব্যবহার করুন। দেখবেন, জ্বর ঠোসা দ্রুত সেরে যাবে।

    ক্ষতস্থানে অ্যান্টিমাইক্রোবিয়াল সমৃদ্ধ মধু লাগিয়ে রাখুন ৫ থেকে ১০ মিনিট। দিনে অন্তত দুবার ব্যবহার করুন। দেখবেন, জ্বর ঠোসা দ্রুত সেরে যাবে।

  • জ্বর ঠোসা আক্রান্ত স্থানে অ্যান্টিবায়োটিক ক্রিম লাগান। দ্রুত সেরে যাবে।

    জ্বর ঠোসা আক্রান্ত স্থানে অ্যান্টিবায়োটিক ক্রিম লাগান। দ্রুত সেরে যাবে।

পাঠকের মতামত

Comments are closed.