265052

যে ৫ উপাদান সরাসরি মুখে ব্যবহার করা উচিত নয়

করোনার কারণে ঘরবন্দি বেশিরভাগ মানুষ। বিশেষ করে মেয়েদের ঘরের বাইরে যাওয়া প্রয়োজন পড়ছে না। এ কারণে তারা ঘরোয়া উপাদানে ত্বকের যত্ন নিচ্ছেন। ঘরে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন উপাদান রয়েছে যা ত্বকের যত্নে অত্যন্ত কার্যকারী। তবে রান্না ঘরের এই ৫ উপাদান কখনো সরাসরি মুখে ব্যবহার করা উচিত নয়। চলুন দেখে নিই সেগুলো-

লেবু

লেবু প্রকৃতির অম্লযুক্ত উপাদান। এটি ত্বকের যত্নে অত্যন্ত উপকারি হলেও এটি ত্বককে পুড়িয়ে ফেলতে পারে। এজন্য এটি সরাসরি মুখে ব্যবহার না করে কোনো প্যাকের মধ্যে ব্যবহার করতে পারেন। বা মুখে লাগানোর আগে ত্বকে সমস্যা হয় কি না তা পরীক্ষা করে দেখতে পারেন।

টুথপেস্ট

ঘরোয়া উপাদনে ত্বকে ব্যবহারের ক্ষেত্রে টুথপেস্ট অন্যতম। মুখে পিম্পল উঠলে টুথপেস্ট দেয়াটা রীতিতে পরিণত হয়েছে। যদিও এটি পিম্পলের আকার সঙ্কুচিত করতে পারে তবে এটি আপনার ত্বক পোড়াতে পারে এবং ফুসকুড়িও হতে পারে।

বেকিং সোডা

লেবুর রসের মতো, বেকিং সোডা সরাসরি ত্বকে ব্যবহার করা উচিত নয়। এটি আপনার ত্বককে বিশেষত সংবেদনশীল ত্বকে জ্বালার সৃষ্টি করতে পারে। এছাড়াও, যেহেতু এটি প্রকৃতির ক্ষারীয় পদার্থ তাই এটি অনেকগুলো পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করতে পারে।

ভিনেগার

সাদা ভিনেগার হোক বা আপেল সিডার ভিনেগার, এটি সরাসরি মুখে ব্যবহার করা উচিত নয়। এটি আপনার ত্বকে জ্বালা ধরাতে পারে এবং পুড়িয়ে ফেলতে পারে।

লবণ ও চিনি

চিনি এবং লবণের ছোট ছোট দানাগুলিতে ধারালো প্রান্ত থাকে যা ত্বকে ক্ষত সৃষ্টি করতে পারে। আপনার যদি সংবেদনশীল ত্বক থাকে তবে প্যাকগুলোতে এই উপাদানগুলি ব্যবহার করা থেকে বিরত থাকা উচিত।

সূত্র: ঢাকা টাইমস

পাঠকের মতামত

Comments are closed.