264850

দুই মাথাওয়ালা বিরল সাপ

আর দশটা প্রাণীর মতো সাপেরও একটা মাথা হয় বলেই আমরা জেনে এসেছি। কিন্তু এবার ভারতের উড়িষ্যায় দুই মাথাওয়ালা একটি বিরল প্রজাতির সাপের দেখা মিলেছে। এমনকি ওই সাপের দুটি মাথাই স্বাধীনভাবে কাজ করে। দুটো মাথাই প্রয়োজনে খাবার সংগ্রহের জন্য লড়াই করতে পারে এবং শিকারও ধরতে পারে।

ভারতীয় বন কর্মকর্তা সুশান্ত নন্দ টুইটারে শেয়ার করেছেন ওই অদ্ভুতদর্শন সাপটির একটি ভিডিও ফুটেজ। এতে দেখা গেছে, দুই মাথাওয়ালা একটি সাপ এঁকেবেঁকে মাটিও ওপর দিয়ে এগিয়ে চলেছে।

তিনি লেখেন, উড়িষ্যার কেওনঝাড় জেলার দেহনকিকোট ফরেস্ট রেঞ্জের একটি বাড়ি থেকে দুটি সম্পূর্ণ মাথাওয়ালা এই বিরল নেকড়ে সাপটিকে উদ্ধার করা হয়েছে। তিনি জানিয়েছেন, পরে ওই সরীসৃপটিকে জঙ্গলের মধ্যে ছেড়ে দেওয়া হয়েছে।

দুই-মাথাযুক্ত সাপের দেখা অবশ্য এর আগেও পাওয়া গেছে। গত বছর মার্কিন যুক্তরাষ্ট্রে দুটি সম্পূর্ণ মাথাসহ আরও একটি সাপ পাওয়া গিয়েছিল। সাপটির নাম দেওয়া হয় ডাবল ডেভ।

পাঠকের মতামত

Comments are closed.