264864

ত্বকের ব্ল্যাকহেডস দূর করার ঘরোয়া উপায়

করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে হয়তো ঘর থেকে বের হচ্ছেন না। আর বন্ধ রয়েছে পার্লারগুলোও। তাই ত্বকের যত্ন নিতে পারছেন না। মাঝে দীর্ঘ সময় ত্বকের যত্ন না নেয়ার কারণে বাড়ছে ব্ল্যাকহেডস।

তৈলাক্ত ত্বকে নাক, গাল ও থুতনিতে এ সমস্যা বেশি দেয়া দেয়। তবে ঘরোয়া উপায়ে কয়েকটি উপাদান ব্যবহার করে ব্ল্যাকহেডস দূর করা যায়।

স্ক্রাবারবানাতে যা প্রয়োজন

উপকরণ

একটি কলা পেস্ট করে নেয়া, দুই টেবিল চামচ ওটসের গুঁড়ো ও ১ টেবিল চামচ মধু।

যেভাবে তৈরি করবেন

একটি পাত্রে গুঁড়ো করা ওটস কলা ও মধু দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মিশ্রণটি মুখের সব জায়গায় সমানভাবে মেখে নিন। এবার গোলাকারভাবে ৫ থেকে ৭ মিনিট হালকা হাতে ম্যাসাজ করুন। সবশেষে উষ্ণ গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এর পর হালকা ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন।

সপ্তাহে দুবার এই প্যাক ব্যবহার করতে পারেন। এতে মৃতকোষ এবং ময়লা দূর করে ত্বক হবে মসৃণ ও উজ্জ্বল।

তথ্যসূত্র: এনডিটিভি

পাঠকের মতামত

Comments are closed.