264437

দাগহীন উজ্জ্বল ত্বক পেতে ব্যবহার করুন এই টোনার

ঝলমলে উজ্জ্বল দাগহীন ত্বক সবারই কাম্য। তবে অনিয়মিত জীবনযাত্রা, অযত্ন আরো নানা কারণে তা হয়ে ওঠে না। ত্বকে ব্রণের সমস্যা প্রায়ই দেখা দেয়। কয়েকদিন পর এটি বিদায় নিলেও স্মৃতি হিসেবে এর কালো দাগ রেখে যায়। যা দেখতে খুবই খারাপ লাগে।
এজন্য বিভিন্ন নামীদামী ব্র্যান্ডের নানা পণ্য ব্যবহার করে থাকেন অনেকে। তাতেও এই জেদি দাগ রয়েই যায়। এজন্য আপনি ঘরোয়া একটি টোনার ব্যবহার করতে পারেন। চলুন প্রাকৃতিক এই টোনার তৈরির উপায় জেনে নেয়া যাক-

এর জন্য আপনার প্রয়োজন হবে আলু। একটি আলু ভালোভাবে ধুয়ে নিন। এবার গ্রেটারে গ্রেট করে এর থেকে রস বের করে নিন। এটি টোনার হিসেবে ত্বকে দিনে দুইবার করে লাগান। এছারাও আলুর বাকি অংশ দিয়ে ফেস প্যাক বানিয়েও লাগাতে পারেন।

এর সঙ্গে মধু আর হলুদ গুঁড়া মিশিয়ে নিন। এবার পুরো মুখে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। ভালো ফলাফল পেতে শুরুতে প্রতিদিন ফেস প্যাক এবং টোনার ব্যবহার করুন।

সূত্র: এনডিটিভি

পাঠকের মতামত

Comments are closed.