264016

সোনু নিগমকে গ্রেপ্তারের আবেদন

২০১৭ সালে আজান নিয়ে ট্যুইটারে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে পড়েছিলেন বলিউডের জনপ্রিয় গায়ক সোনু নিগম। নেটিজেনদের তোপের মুখে অবশ্য সেই ট্যুইট ডিলিটও করে দিযেছিলেন। কিন্তু সেসময় তার ট্যুইটটির স্ক্রিনশট দিয়ে রেখেছিলেন নেটিজেনদের কেউ কেউ। সেই স্ক্রিনশট শেয়ার করে ফের সোনুর বিরুদ্ধে তোপ দেগেছেন তারা।

বর্তমানে চলমান করোনার মহামারীতে স্ত্রী-সন্তানসহ দুবাইয়ে আটকে রয়েছেন সোনু নিগম। ঠিক এই মুহূর্তে পুরনো সেই স্ক্রিনশট শেয়ার করে কালিম নামে এক নেটিজেনের প্রশ্ন, ‘সোনু এখন দুবাইয়ে রয়েছেন। দুবাই মুসলিম প্রধান দেশ। সেখানে তো তাকে প্রতিদিন আজান শুনতে হচ্ছে। এখন কেন বিরোধিতা করছেন না সোনু?

অনেক নেটিজেন কালিমের এই ট্যুইটকে সমর্থন করেছেন। তারা আবার সেটি রিট্যুইট করেছেন। ট্যাগ করেছেন দুবাই পুলিশকে। এরপর দুবাই পুলিশের প্রতি তারা আবেদন জানিয়েছেন, সোনু নিগমকে গ্রেপ্তার করা হোক৷ যদিও নেটিজেনদের সেই আবেদন আমলে নেয়নি দুবাই পুলিশ।

তবে এর বিপরীতে ইনস্টাগ্রামে পোস্ট করা এক ভিডিও বার্তায় সোনু বলেছেন, ‘বর্তমান এই পরিস্থিতিতে সবাই একসঙ্গে মিলে অদৃশ্য শত্রু করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করা উচিত। এর থেকে বেশি গুরুত্বপূর্ণ এই মুহূর্তে আর কিছুই হতে পারে না।’ দুবাইয়ের একটি জিমে শরীরচর্চা করাকালীন ভিডিওটি করেন সোনু।

সেই ভিডিওতে গায়ক আরও বলেন, ‘অনেকেই আমাকে ঠিক করে জানেন না, বুঝতেও পারেন না। আমি এটা খারাপভাবে নেই না। কারণ ওনারা তো আমাকে জানেনই না। তবে যারা পাশে থেকেছেন তাদের ধন্যবাদ। আমার গুরু আমাকে শিখিয়েছিলেন, যে সম্মান দেয় সে-ই আবার কখনও অসম্মান করে বসে।’

সূত্র : ঢাকা টাইমস

পাঠকের মতামত

Comments are closed.