263650

জীবনের ২৯ বসন্তে মেহজাবিন

চরিত্রের প্রয়োজনে কখনো রোমান্সে ভরপুর আদুরে প্রেমিকা, কখনো জীবন ঘনিষ্ঠ চরিত্রের প্রতিনিধি। যখন কাঁদেন মনে হয় কাঁদার জন্যই তার জন্ম, যখন হাঁসেন তখন মনে হয় কী প্রাণবন্ত তার হাঁসি। আবার যখন কষ্টেভরা জীবনের গল্পে দেখা মেলে মনে হয়, মেয়েটির জীবন কষ্ট দিয়েই ভরা। বলছি সময়ের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিনের কথা। আজ এই অভিনেত্রীর ২৯ তম জন্মদিন। ১৯৯১ সালের আজকের এই দিনে জন্মগ্রহণ করেন তিনি।
২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার মধ্য দিয়ে শোবিজে পা রাখেন মেহজাবিন। এরপরের বছর থেকে নিয়মিত হন অভিনয়ে। সে হিসাবে চলতি বছর অভিনয় জীবনের ১০ বছর পূর্ণ করেছেন তিনি। আর এই দীর্ঘ সময়ে অনবদ্য অভিনয় দিয়ে বর্তমান সময়ে নাট্যাঙ্গনের অঘোষিত শীর্ষ অভিনেত্রী মেহজাবিন।

দর্শক থেকে নির্মাতা সবার ভাষ্য, মেহজাবিনের অভিনয়ে আলাদা মুগ্ধতা রয়েছে। এ কারণে খুব সহজেই দর্শকদের মনে স্থান করে নিতে পেরেছেন মেহজাবিন। ‘বড় ছেলে’ নাটকে তার অভিনয় দেখে মুগ্ধ হননি এমন দর্শক হয়তো খুঁজে পাওয়া কঠিন। সুভাষ ছড়িয়েছেন ‘বুকের বা পাশে’, ‘ঘুরে দাঁড়ানোর গল্প’, ‘বাবা আসবে’সহ অসংখ্য নাটকে।

সব মিলিয়ে ছোটপদার্য় বেশ ভালোই কেটেছে তার। সামনেও ভালো কাজ দিয়ে আলোচনায় থাকতে চান তিনি। তার অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত ‘তুমি থাকো সিন্ধুপারে’। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ।

অভিনয়ের পাশাপাশি নাটক রচনাতেও হাত দিয়েছেন এ অভিনেত্রী। তার রচিত প্রথম নাটক ‘থার্ড আই’। এটি পরিচালনা করেছেন শ্রাবণী ফেরদৌস। মেহজাবিন ছাড়াও এতে অভিনয় করেছেন মনির খান শিমুল, আবির মির্জা প্রমুখ। গেল নারী দিবসে আরটিভিতে নাটকটি প্রচারিত হয়।

বিজ্ঞাপনের মডেল হিসেবে বেশ জনপ্রিয় মেহজাবিন। ‘বাংলালিংক’, ‘সেভেনআপ’, ‘ভাটিকা’, ‘ম্যাগি’, ‘ওমেরা এলপিজি গ্যাস’, ‘ড্যানিস টি’, ‘প্রাণ চুইংগাম’, ‘গ্ল্যাক্সোজ-ডি’, ‘উজালা পেইন্টস’ ও ‘আয়ুস’র বিজ্ঞাপনের মাধ্যমে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি।

নাচেও বেশ দক্ষতা রয়েছে মেহজাবিনের। বিভিন্ন টেলিভিশন ও কর্পোরেট অনুষ্ঠানে নাচ করেন তিনি। এক কথায় বলতে গেলে মেহজাবিন সর্বগুণে গুণান্বিত। যার তুলনা তিনি নিজেই। কিন্তু দীর্ঘদিন ছোটপদার্য় সফলতার সঙ্গে অভিনয় করলেও চলচ্চিত্রে দেখা যায়নি সুদশর্না এই অভিনেত্রী।

সূত্র : ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.