263268

নতুন পাসপোর্ট ইস্যু কার্যক্রম স্থগিত রাখা হয়েছে, চলবে হজযাত্রীদের প্রসেসিং

ডেস্ক রিপোর্ট : করোনাভাইরাসের (কভিড-১৯) প্রাদুর্ভাবের আশঙ্কায় বায়োমেট্রিক জটিলতায় নতুন পাসপোর্ট ইস্যু কার্যক্রম স্থগিত করেছে পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তর। তবে হজযাত্রীদের প্রসেসিং এবং জরুরি প্রয়োজনে পাসপোর্ট প্রদান কার্যক্রম সীমিত আকারে চলবে।

পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।

সোমবার সকাল থেকে নতুন পাসপোর্টের জন্য আবেদন নেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে।

সাকিল আহমেদ বলেন, ই-পাসপোর্ট ও মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি)- দুই ধরনের পাসপোর্টেই বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট বাধ্যতামূলক। একই মেশিনে একাধিক ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার কারণে স্বাস্থ্যঝুঁকি রয়েছে। তাই নতুন পাসপোর্টের ইস্যু করার প্রক্রিয়া বন্ধ থাকবে।

তবে তিনি বলেন, ‘হজযাত্রীদের এবং বিশেষ জরুরি প্রয়োজনে পাসপোর্ট কার্যক্রম চালু থাকবে।’

পাসপোর্ট ও ইমিগ্রেশন অধিদপ্তরের মহাপরিচালক বলেন, ‘কতদিন বন্ধ থাকবে তার নির্দিষ্ট কোনো তারিখ আমরা উল্লেখ করিনি। পরিস্থিতির ওপর নির্ভর করবে কতদিন এভাবে রাখা হবে।’

করোনা পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে বায়োমেট্রিক কার্যক্রম আবার চালু করা হবে বলেও জানান তিনি।

বাংলাদেশে সরকারি হিসাব অনুযায়ী এখন পর্যন্ত করোনায় দুজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ২৭ জন। তাদের মধ্যে পাঁচজন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

পাঠকের মতামত

Comments are closed.