263242

করোনা বিস্তার রোধে শাটডাউনে রয়েছে অস্ট্রেলিয়া

ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাসের বিস্তার রোধে অস্ট্রেলিয়াজুড়ে শাটডাউন বা জরুরি নয়, এমন দোকানপাট ও সেবাসমূহ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। এর আওতায় ক্লাব, জিম ও সিনেমা বন্ধ থাকবে। এ সময় রেস্তোরাঁ, ক্যাফে থেকে খাবার বাড়িতে নেওয়ার সেবা চালু থাকবে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এ ঘোষণা দেন।

সম্প্রতি অস্ট্রেলিয়ায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেয়ে ১৩১৫ জনে দাঁড়িয়েছে। দেশটিতে সাতজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। নতুন নির্দেশনায় জরুরি নয়, এমন ব্যবসায়িক প্রতিষ্ঠান বন্ধ থাকবে, তবে সুপারমার্কেট, পেট্রল স্টেশন, ওষুধের দোকান ও হোম ডেলিভারি সার্ভিস চালু থাকবে। স্কট মরিসন স্কুল খোলার পক্ষপাতি থাকলেও অভিভাবকদের চাপে তিনি স্কুল বন্ধের সিদ্ধান্ত নেন।

পাঠকের মতামত

Comments are closed.