263157

চলন্ত বাসে দলবেঁধে মেডিকেল ছাত্রীকে ধর্ষণ, ৪ আসামির মৃত্যুদণ্ড

ডেস্ক রিপোর্ট : রাজধানী দিল্লির একটি চলন্ত বাসে মেডিকেল ছাত্রী নির্ভয়াকে ধর্ষণ ও হত্যা মামলার সাজাপ্রাপ্ত চার আসামির ফাঁসি কার্যকর হয়েছে।

ঘটনার প্রায় সাত বছর পর শুক্রবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় আসামিদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এর আগে বৃহস্পতিবার মামলাটির আসামি মুকেশ সিং, পবন গুপ্ত, বিনয় শর্মা ও অক্ষয় কুমার সিংহের সব আবেদন খারিজ করে দেন দিল্লির আদালত। এ হিসেবে নির্ধারিত সময় শুক্রবার সকাল সাড়ে ৫ টায় তাদের ফাঁসি কার্যকর করতে আর কোনো আইনি বাধা থাকেনি।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ইরফান আহমেদ স্থানীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে জানিয়েছেন, তাদের আর কোনো আইনি পথ বাকি নেই। পবন আর অক্ষয় রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চেয়েছিলেন, সেটিও নাকচ হয়েছে।

গত জানুয়ারি থেকে তিন বার ফাঁসি কার্যকর হওয়ার কথা এলেও শেষ মুহূর্তে এসে তা বাতিল হয়ে যায়।

২০১২ সালের ১৬ ডিসেম্বর চলন্ত বাসে মেডিকেল ছাত্রী নির্ভয়াকে দলবেঁধে ধর্ষণের পর নির্মম নির্যাতন করা হয়। এরপর ২৯ ডিসেম্বর মারা যান ওই মেধাবী শিক্ষার্থী। এ ঘটনায় গোটা ভারতসহ পার্শ্ববর্তী দেশগুলোতে নারী নিরাপত্তা নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

সূত্র : ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.