262163

সব ধরনের জিপারেই ‘YKK’ লেখাটি থাকার কারণ কি?

ডেস্ক রিপোর্ট : নিত্য প্রয়োজনীয় অনেক পোশাকেই বোতামের সঙ্গে সঙ্গে জিপারের ব্যবহার নতুন কিছু নয়। জ্যাকেট, জিন্স কিংবা ব্যাগ-মেটালে জিপারের ব্যবহার সর্বত্র লক্ষণীয়। কখনো কি এসব জিপারে ‘YKK’ লেখাটি চোখে পড়েছে?

ভালো করে লক্ষ্য করলে দেখবেন প্রায় সব জিপারেই এই তিনটি অক্ষর লেখা থাকে। জানেন কি কেন লেখা থাকে এই তিনটি অক্ষর? নিশ্চয় এটি নিয়ে কখনো ভেবে দেখা হয়নি। চলুন তবে আজ জেনে নেয়া যাক কেন লেখা হয় তিনটি অক্ষর-

‘YKK’-এর ফুল ফর্ম হল Yoshida Kōgyō Kabushikigaisha. যারা বিশ্বের সেরা জিপার নির্মাতা। বিশ্বের অর্ধেকেরই বেশি জিপার বানিয়ে থাকে এই সংস্থা। বিশ্বের প্রায় ৭১টি দেশে ব্যবহার করা হয় এই সংস্থার তৈরি চেন বা জিপার। মোট ২০৬ রকম ডিজাইনের জিপার তৈরি করে এরা।

১৯৩৪ সালে জাপানের এক ব্যবসায়ী, তাডাও ইয়োশিদা এই জিপার সংস্থা চালু করেন রাজধানী শহর টোকিওতে। কেবলমাত্র এক ধরনের প্রোডাক্টই তৈরি করতেন তিনি। সেটা হল জিপার। ধীরে ধীরে সেই জিপার বসানো হল জামা-কাপড়, ব্যাগ সহ আরো নানা জিনিসে।

বর্তমানে অবশ্য আরো নানা ধরনের জিনিস বানায় এই সংস্থা। কোনো কাজ দ্রুত করার জন্য বিভিন্ন ধরনের মেশিন তৈরি করাই এদের কাজ। এই সংস্থার সবথেকে বড় কারখানাটি রয়েছে আমেরিকার জর্জিয়াতে। প্রত্যেকদিন ৭০ লাখ জিপার বানানো হয় এই কারখানায়। সূত্র : ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.