262023

বিসিবির ‌‘চ্যাম্পিয়ন বাস’ আকবরদের জন্য

ডেস্ক রিপোর্ট : বিশ্বকাপ জিতে দেশে ফিরছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। প্রথম কোনো ক্রিকেট দল হিসেবে বিমানবন্দরে ওয়াটার স্যালুট পাচ্ছে টাইগার যুবারা। সেখান থেকে তাদের আনার জন্য ‘চ্যাম্পিয়ন বাস’র ব্যবস্থা করেছে বিসিবি।
শিরোপা উদযাপনে সাধারণত ছাদখোলা বাস ব্যবহার করা হয়ে থাকে। শিরোপা হাতে বাসের ছাদে দাঁড়িয়ে ভক্তকূলের অভিবাদনের জবাব দেন খেলোয়াড়রা। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে তেমন কোনো বড় সাফল্য মেলেনি এতদিন। যে কারণে ছাদখোলা বাসের ব্যবহারও দেখেনি রাজধানীবাসী।

এবার সেই উদযাপনের উপলক্ষ এনে দিলো জুনিয়র টাইগাররা। স্বপ্নের শিরোপাটি নিয়ে বিকেলে দেশে ফিরবেন আকবর আলী, তৌহিদ হৃদয়রা। হজরত শাহজালাল (র) বিমানবন্দর থেকে যুবারা চলে যাবে সরাসরি শেরে বাংলা স্টেডিয়ামে। ছাদখোলা বাস না হলেও, বিশেষ ‘চ্যাম্পিয়ন বাস’ এ চড়েই মিরপুর যাবে বিশ্বচ্যাম্পিয়নরা।

বিসিবি কার্যালয়ের সামনে সকাল থেকেই যাত্রার জন্য প্রস্তুত দেখা গিয়েছে একটি মিনি বাস। যার পুরো শরীর অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়দের উল্লাসরত ছবি দিয়ে মোড়ানো। আর বাসের গায়ে বড় করা লেখা ‘বিশ্ব চ্যাম্পিয়ন’। সূত্র : ডেইলি বাংলাদেশ

পাঠকের মতামত

Comments are closed.