261787

যাত্রীবাহী বিমান অবতরণের সময় আছড়ে পড়ে তিন খণ্ড, নিহত ৩

ডেস্ক রিপোর্ট : তুরস্কের ইস্তাম্বুলে একটি যাত্রীবাহী বিমান অবতরণের সময় আছড়ে পড়ে তিন খণ্ড হয়েছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও অন্তত ১৭০ জন।

স্থানীয় সময় গতকাল বুধবার বিমানটি তুরস্কের পশ্চিমে ইজমির শহর থেকে যাত্রা করে সাবিহা গোকসেন বিমানবন্দরে অবতরণ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, প্যাগাসাস এয়ারলাইনসের বিমানটিতে ১৭১ জন যাত্রী ও ৬ জন ক্রু ছিলেন। বৈরী আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

বিমানটি অবতরণের সময় ভারি বৃষ্টিপাত এবং ঝড়ো বাতাস বইছিল। এ জন্য বোয়িং-৭৩৭ বিমানটি অবতরণের সময় গতিনিয়ন্ত্রণে ব্যর্থ হয়। যার ফলে বিমানটি রানওয়েতে আছড়ে পড়ে তিন খণ্ড হয়ে যায়।

দুর্ঘটনার পরপর বিমানবন্দরের সব কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।

তুরস্কের সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, বিমানে তুরস্কের নাগরিক ছাড়াও ১২টি দেশের অন্তত ২২ জন বিদেশি নাগরিক ছিল। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

ইতিমধ্যে আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

পাঠকের মতামত

Comments are closed.