261365

সমুদ্রের নিচেই সংরক্ষণ করা হবে টাইটানিক, এমন সিদ্ধান্ত ১০৭ বছর পর

ডেস্ক রিপোর্ট : টাইটানিকের ধ্বংসাবশেষ রক্ষার্থে গত বুধবার চুক্তি স্বাক্ষর হয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের মধ্যে। বিবিসি জানায়, এটিই প্রথম আন্তর্জাতিক চুক্তি। এর মাধ্যমে ব্রিটিশ ও মার্কিন সরকার সমুদ্রের নিচে পড়ে থাকা টাইটানিকের রক্ষণাবেক্ষণ করবে।

১৯১২ সালের ১৫ এপ্রিল উত্তর আটলান্টিক মহাসমুদ্রে বরফখণ্ডের সঙ্গে ধাক্কা লেগে তলিয়ে যায় টাইটানিক। মারা যায় দেড় হাজারেরও বেশি মানুষের। ১৯৮৫ সালে কানাডার নিউ ফাউন্ডল্যান্ড থেকে ৩৫০ নটিক্যাল মাইল দূরে সমুদ্রের আড়াই মাইল গভীরে জাহাজটির ধ্বংসস্তূপ প্রথম দেখা যায়।

ইতোমধ্যে ধাতু ক্ষয়কারী ব্যাকটেরিয়া আরও ভেঙেচুরে ফেলছে জাহাজটির কাঠামো। হারল্যান্ড অ্যান্ড উলফ কোম্পানির তৈরি জাহাজটি কখনোই ডুবতে পারে না বলে, এমনটিই ধারণা করা হয়েছিল। সেই সময় এটিই ছিল বৃহত্তম যাত্রীবাহী জাহাজ। সূত্র : আমাদের সময়.কম

পাঠকের মতামত

Comments are closed.