261035

‘টং দোকানে মেয়রপ্রার্থী আতিক চা বানিয়ে খাওয়াচ্ছেন’ (দেখুন ভিডিও)

ডেস্ক রিপোর্ট : নির্বাচনীর প্রচারণায় গিয়ে ভোটারদের চা বানিয়ে দিতে দেখা গেছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আতিকুল ইসলামকে।

আজ সোমবার বিকেলে রাজধানীর রামপুরা, আফতাবনগর এলাকায় প্রচারণা চালাতে গিয়ে একটি টং দোকানের সামনে গিয়ে চা বানাতে বসে পড়েন তিনি।

উপস্থিত এলাকাবাসী ও মেয়রের সঙ্গে আসা সমর্থকরাও এ ঘটনায় চমকিত হন। যদিও সকলেই অনেক আগ্রহের সঙ্গে মেয়রের চা বানানো দেখেন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ওই টং দোকানে বসে পরপর ৮ কাপ দুধ চা বানান মেয়র প্রার্থী আতিক। কয়েকজন ভোটার ও কর্মীদের সেই চা পান করতেও দেন তিনি।

টং দোকানি ইয়াসিন এ ব্যাপারে বলেন, ‘মেয়রের মতো একজন সম্মানিত ব্যক্তি আমার দোকানে বসে চা বানিয়েছেন, এতে আমি অভিভূত। তিনি ৮ কাপ চায়ের দামও দিয়েছেন।’ জানা গেছে, নিজের বানানো চা পরিবেশন করেও টং দোকানি ইয়াসিনকে ৮০০ টাকা দিয়েছেন মেয়র আতিক।

নির্বাচনী প্রচারণায় গিয়ে চা বানালেন মেয়র প্রার্থী আতিক

নির্বাচনী প্রচারণায় গিয়ে চা বানালেন মেয়র প্রার্থী আতিক

Posted by Amader Shomoy on Monday, 13 January 2020

পাঠকের মতামত

Comments are closed.